সংসার সুখের হয় পুরুষের যেসব গুণে

৩৭৩ পঠিত ... ১৭:২৫, সেপ্টেম্বর ২১, ২০২৪

21 (17)

সংসার সুখের হয় রমনীর গুনে—এমন কথা তো আমরা শত শত বছর ধরে শুনে আসছি। কিন্তু সংসার সুখের হওয়ার পেছনে কি পুরুষদের কোনো অবদান নেই? অবশ্যই আছে। পুরুষের তো কিছু গুণ আছে যেগুলো সংসারকে সুখের বানাতে পারে। পুরুষের এমন সব গুণই খুঁজে বের করার চেষ্টা করেছে লিউজা খান

 

১# রান্না-বান্না, কাপড় ধোয়া এবং ঘর পরিষ্কারে পটু হতে হবে। মাঝে মাঝে স্ত্রীর পছন্দের খাবার ঘরেই তৈরি করতে হবে।

 

২# বাচ্চা সামলানো, বাচ্চাকে আদর্শ করে গড়ে তোলায় দক্ষ হতে হবে। একই সাথে বাচ্চার সকল খারাপ কাজের দায় নিতে হবে।

 

৩# স্ত্রীর পছন্দমতো কাপড় পরতে হবে। তবে কাপড় যেন অবশ্যই শালীন, ভদ্র ও মার্জিত হয়।

 

৪# বাইরে যাওয়ার আগে অবশ্যই স্ত্রীর পারমিশন নিয়ে যেতে হবে, স্ত্রী পছন্দ করে না এরকম জায়গায় যাওয়া থেকে বিরত থাকতে হবে।

 

৫# মেজাজ হারিয়ে স্ত্রী মারধর করলে ভদ্র ঘরের ছেলের মত চুপ থাকতে হবে।

 

৬# স্ত্রী বাইরে থেকে আসলে লেবুর শরবত হাতে নিয়ে হাসিমুখে দরজা খুলতে হবে। মুড বুঝে কথা বার্তা শুরু করতে হবে, কখনোই তার মুড খারাপ করা যাবে না।

 

৭# অন্য নারী থেকে সর্বোপরি নিজের চরিত্র বাঁচিয়ে রাখতে হবে। অফিস ট্যুর, ইউনিভার্সিটি ট্যুরের নামে নারী কলিগ, বান্ধবিদের সাথে কোথাও যাওয়া যাবে না। এছাড়া বিবাহের আগের সকল নারীকে জীবন থেকে বাদ দিয়ে দিতে হবে।

 

৮# তিনবেলা ঠিক সময় মতো টেবিলে খাবার থাকতে হবে। দুপুরের খাবার ৩টায়, রাতের খাবার ১১টায়—এই ধরনের চুদুরবুদুর করা যাবে না।

 

৯# স্মার্টফোন, ফেসবুক, ইন্সটাগ্রাম এইসব চালানো যাবে না। খুব বেশি ইচ্ছা হলে স্ত্রীর স্মার্টফোনে একটু গেম খেলা যাবে ও স্ত্রীর আইডি থেকেই নিউজফিড স্ক্রল করা যাবে।

 

১০# শ্বশুরবাড়ির সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে এবং তাদের মন বুঝে চলতে হবে। বছরে দুইবারের বেশি বাপের বাড়ি যাওয়ার বায়না ধরা যাবে না।

৩৭৩ পঠিত ... ১৭:২৫, সেপ্টেম্বর ২১, ২০২৪

Top