BMW মানুষকে তাদের গাড়ি সম্পর্কে খুবই অজানা ১০টি তথ্য জানাচ্ছে। তথ্য জানাতে জানাতে এখন প্রায় ৮০ শতাংশ মানুষ সেই তথ্য মুখস্তও করে ফেলেছে। এবার আরও ১০টি তথ্য জেনে নেওয়ার পালা, যেটা BMW কোনোদিনই জানাবে না।
১#
আপনি যদি গরিব হয়ে থাকেন তাহলে BMW গাড়ি আপনার জন্য নয়। এমনকি, BMW গাড়ির ১০টি অজানা তথ্য দেওয়া পোস্টও আপনার জন্য না। দেখলেই, এড়িয়ে যাবেন।
২#
BMW গাড়ি কিনে সেটার সাথে ছবি তুলে ফেসবুক কভার ফটোতে না দিলে, সেই গাড়ি স্টার্ট নেয় না। আপনি হাজার চাইলেও স্টার্ট নেবে না।
৩#
গাড়ির চাবি খুবই কায়দা করে প্যান্টের সাথে ঝুলিয়ে রাখতে হবে। যেন আপনার থেকে ১০০ হাত দূরে থাকলেও সবার আগে আপনার চাবির লগোটা ফোকাস হয়।
৪#
BMW গাড়ি কেনার আগে আপনাকে একজন স্পোর্টস কার লাভার হতে হবে। এবং, আপনার এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে, আপনি জন্ম থেকেই একজন স্পোর্টস কার লাভার।
৫#
BMW গাড়ি কেনার পর প্রথম ফরজ কাজ হচ্ছে গাড়ি নিয়ে ৩০০ ফিট গিয়ে খুবই অসাবধানতার সাথে গাড়ি চালাতে হবে। তাই, গাড়ি কেনার পর রাতারাতি ফরজ কাজটা সেরে নেবেন।
৬#
BMW গাড়ি কেনার পাশাপাশি আপনাকে হতে হবে একজন টিকটকারও। প্রতিদিন অন্তত ১০টা টিকটক ভিডিও, রিলস, শর্টস বানিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে হবে।
৭#
আপনার ডাকনাম, নিকনেম ভুলে যেতে হবে। গাড়ি কেনার ১ সেকেন্ড পর থেকে সব জায়গায় আপনার নিকনেম হতে হবে, কার লাভার।
৮#
গাড়ি কেনার পাশাপাশি আপনার পেশা হিসেবে বেছে নিতে হবে মোটিভেশন। আপনি প্রতিদিন গাড়ির সামনের সিটে বসে অন্তত ৫ মিনিটের একটা মোটিভেশনাল ভিডিও বানাবেন। কীভাবে ঘুষ খেলে থুক্কু কষ্ট করলে এমন ১০টা BMW বাকিরাও কিনতে পারবে।
৯#
আমাদের BMW না থাকায় বাকি দুইটা তথ্য জানাতে পারছি না। খুব শীঘ্রই BMW কিনে এই কন্টেন্টটা আপডেট করে দেওয়া হবে।