কন্টেইনার দিয়ে নিজের স্বপ্নের বাড়ি

৯৭৭ পঠিত ... ১৩:৪৭, এপ্রিল ০৪, ২০২৩

কন্টেইনার

নিজের বাড়ি নিয়ে মোটামুটি সব মানুষেরই ছোটখাটো কিছু স্বপ্ন থাকে। একেক জনের চাহিদা বা ইচ্ছা থাকে একেক রকম। কারও পছন্দ বড়সড় প্রাসাদের মতো বাড়ি, কেউবা আবার লাগোয়া ছাদের সাথে একচিলতে ঘর পেলেই খুশি। অনেকে আবার চিরাচরিত ধারণা বা নিয়মের বাইরে গিয়ে নতুন রকমের বাড়িঘর নিয়েও স্বপ্ন দেখেন। কিন্তু সবার পক্ষে চাইলেই সে স্বপ্ন পূরণ করা সম্ভব হয়ে ওঠে না। যেমনটা যুক্তরাষ্ট্রের হিউস্টনের বাসিন্দা উইল ব্রেউক্স করতে পেরেছেন। মোট ১১টি কন্টেইনার দিয়ে তিনি তৈরি করে ফেলেছেন, নিজের স্বপ্নের বাড়ি। যেটি নিয়ে তিনি অনেকদিন ধরেই কাজ করছিলেন। তথাকথিত বাড়ির ধারণার বাইরের এই স্থাপত্য নজর কেড়েছে অনেকেরই। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ আলোচনায় চলে এসেছেন ব্রেউক্স। আজ চলুন দেখে নেওয়া যাক ওই বাড়ির কিছু ঝলক।

314578262_879722053406907_7215563665296955557_n

উইল ব্রেউক্সের এই বাড়িটি হিউস্টনের ম্যাকগোয়েন স্ট্রিটে অবস্থিত। নেটিজেনরা মাঝেমধ্যেই এখন সে রাস্তায় ঢুঁ মারেন তার বাড়িটি দেখতে

338161145_174966135368471_6689096763065687956_n

একটির উপর আরেকটি কন্টেইনার রেখে মোট তিনতলা ডুপ্লেক্স স্টাইলে বানানো হয়েছে বাড়িটি 

312113845_490579999677530_4321209962076083899_n

২০০০ সালের কাছাকাছি সময় থেকে বাড়িটি নিয়ে পরিকল্পনা করছিলেন ব্রেউক্স। তিনি এটির জন্য ভালো একজন ডিজাইনারের জন্য অনেকদিন খোঁজাখুঁজিও করেছেন, শেষমেশ কাউকে না পেয়ে নিজেই ডিজাইন করেছেন পুরো বাড়িটি

312082117_883704442795990_7601944479881877031_n

বাড়িঘর নির্মাণ সংক্রান্ত কাজে কোনো ধারণা না থাকা সত্ত্বেও ব্রেউক্সের দীর্ঘদিনের পরিশ্রমের ফসল হিসেবে এখন তিনি ২৫০০ স্কয়ার ফুটের আলাদা ধরনের এই বাড়ির মালিক

311489957_1232777240630912_1482368716581704113_n

৯৭৭ পঠিত ... ১৩:৪৭, এপ্রিল ০৪, ২০২৩

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top