আর্জেন্টিনা থেকে পাওয়া ভালোবাসা (ফটো অ্যালবাম)

৭২৬ পঠিত ... ১৬:৩৮, ডিসেম্বর ০৬, ২০২২

Love-from-argentina

বাংলাদেশি আর্জেন্টাইন ভক্তরা ঠিক কতোটা পাগলাটে তা তো প্রতি বিশ্বকাপ এলেই আমরা দেখতে পাই। কিন্তু এবার বাঙালিদের উন্মাদনা চোখ এড়ায়নি খোদ আর্জেন্টাইনদেরও। তাই তো বাঙালি ভক্তদের অগাধ ভালোবাসা ফিরিয়ে দিতে বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা হিসেবে আর্জেন্টিনার ড্যান ল্যান্ডে খুলেছেন একটি ফ্যান গ্রুপ। তার খোলা গ্রুপটির নাম ‘ফ্যানস আরহেন্তিনোস দে লা সিলেকসিয়ন দে ক্রিকেট দে বাংলাদেশ’(বাংলাদেশ ক্রিকেট দলের আর্জেন্টাইন ফ্যান)। পৃথিবীর আরেক প্রান্তে নিজেদের মতোই পাগলাটে আর্জেন্টিনা/ম্যারাডোনা/মেসি ভক্তদের খোঁজ পেয়ে আর্জেন্টিনার লোকেরা এবার তা ফিরিয়ে দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থনের মাধ্যমে। দু’দিন আগে বাংলাদেশ-ভারত ম্যাচে বাংলাদেশের অসাধারণ জয়ের পরে সেই উদযাপনে অংশ নেয় বাংলাদেশ ক্রিকেট দলের নবীন আর্জেন্টাইন ভক্তরাও। এছাড়া বাংলাদেশ ক্রিকেট দলের তারকা খেলোয়াড় তামিম ইকবাল ও লিটন দাসের প্রোফাইলের লিঙ্কও শেয়ার করা হয়েছে গ্রুপটিতে। আপলোড করা হয়েছে ২০২০ সালে অনূর্ধ্ব বিশ্বকাপজয়ী বাংলাদেশ যুব দলের ভিডিও।

গ্রুপটির ক্রিয়েটর ড্যান ল্যান্ডে একটি ভিডিও আপলোড দেন গ্রুপে, যেখানে তাকে দেখা যায় দুই গালে বাংলাদেশের পতাকার আল্পনা করে ভিডিওটিতে বাংলায় কথা বলার চেষ্টা করতে। আর্জেন্টিনার খেলা শেষে বাংলাদেশি ভক্তদের স্মরণ করতে গ্যালারিতে থাকা আর্জেন্টিনার ফ্যানরা আর্জেন্টিনার পাশাপাশি বাংলাদেশের পতাকাও ওড়ান, ওড়ান আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের। একজন তো বাংলাদেশের পতাকা ট্যাটুও করিয়েছেন হাতে। দুই দেশের পাগলাটে ভক্তদের এমন আরো পাগলামোর কাণ্ডকারখানার কিছু ছোট্ট অংশ তুলে ধরা হলো পাঠকদের জন্যে।

 

১#

318409686_703865017641347_7186994683485969508_n

আমাদের জাতীয় পতাকার ওপর জাতীয় সঙ্গীত। নিচে তার ইংরেজি অনুবাদ

 

২#

318366481_1195127161092729_6305253856799588029_n

মিরাজদের সেই অবিশ্বাস্য জয়ের সাক্ষী হয়েছেন আর্জেন্টাইনরাও

 

৩#

318314381_470787791852852_2872575480640421941_n

বাংলাদেশ-আর্জেন্টিনা ভাই-ভাই। সেটাই কি বলতে চাইছে জার্সি?

 

৪#

318298567_470906088293211_7312791652967915906_n

বুয়েন্স আয়ার্সের আকাশে পতপত উড়ছে বাংলাদেশের পতাকা 

 

৫#

318043444_825715332070100_2396136315057762675_n

হৃদয়ে শুধু নয়, চলছে শরীরেও উল্কির মাধ্যমে বাংলাদেশের পতাকা ধারণ

 

৬#

317934582_842860397139153_7555068137647884933_n

ম্যারাডোনার দেশে বাংলাদেশের পতাকা হাতে আর্জেন্টাইন

 

৭#

317903078_892535041743126_6938397482320669927_n

এমনকি আমাদের পতাকা পৌঁছে গেছে বিশ্বকাপের মাঠেও

 

৮#

317711422_441753278168006_5574080542673183206_n

আসলে কোন দেশের জার্সি এটা? নাকি দুই দেশেরই?

 

৯#

317489893_1282731502285395_8873574250539725342_n

আর্জেন্টিনার গণমাধ্যমেও গুরূত্বের সাথে আসছে বাংলাদেশের ক্রিকেটের খবর
৭২৬ পঠিত ... ১৬:৩৮, ডিসেম্বর ০৬, ২০২২

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top