ঢাকার অবিশ্বাস্য ১২টি ছবি : চিরচেনা ব্যস্ত ঢাকা শহরকে আপনি যেভাবে কখনোই দেখেননি

৪৮২১ পঠিত ... ১৩:১৬, এপ্রিল ০৩, ২০২০

জ্যাম, ভিড়ভাট্টা, হৈচৈ আর শোরগোলের শহর ঢাকা! কোথাও যেন একটু শান্তিতে নিঃশ্বাস ফেলার জো নেই এখানে। প্রতিদিন হাজারও মানুষের ঠেলাঠেলিময় নাগরিক জীবনে প্রতিদিন আমরা ভাবি, ঢাকা কি কখনো একেবারে ফাঁকা হবে না? কখনোই কি দেখতে পাবো না শান্ত, নিস্তব্ধ, নিরিবিলি এক শহর?

করোনাভাইরাস আতঙ্কে পুরো বিশ্বের সঙ্গে বাংলাদেশ তথা ঢাকাতেও এখন লকডাউন পরিস্থিতি। অফিস-আদালত, স্কুল-কলেজ, ব্যবসা-বাণিজ্য, বন্ধ প্রায় সকল লেনদেন আর ঘোরাফেরা। নগরবাসী ঘরে বসে ভাইরাসের সংক্রমণ আটকানোর চেষ্টায় রত। যেই ঢাকাকে আমরা কখনো দেখিনি অথচ দেখতে চেয়েছি, মাঝেসাঝে কল্পনাও করেছি, কোয়ারেন্টাইনের এই স্থবির সময়ে ঢাকা এখন হয়ে উঠেছে সেই শহরটাই! গত ১ এপ্রিল বুধবার চিত্রগ্রাহক আবদুস সালাম এর লেন্সে ধরা পড়েছে ঢাকার গুরুত্বপূর্ণ ও সাধারণত জনবহুল কয়েকটি জায়গার বর্তমান চিত্র! প্রথম আলোতে প্রকাশ পেয়েছে জনমানবহীন ঢাকার সেই অবিশ্বাস্য ছবিগুলো। অভূতপূর্ব সেই ঢাকাকে দেখতে আবার বের হবেন না যেন, ঘরে বসেই এক নজরে দেখে নিন সেই অন্যরকম ঢাকাকে, যেমনটা কল্পনা বাদে এর আগে আমরা কেউই কখনো দেখিনি!

 

১# নিউমার্কেট

 

২# কাকরাইল মোড়

 

৩# গুলশান জিরো পয়েন্ট

 

৪# মেয়র মো. হানিফ ফ্লাইওভার

 

৫# শ্যাম্বাজার টার্মিনাল, বুড়িগঙ্গা

 

৬# মহাখালী ফ্লাইওভার

 

৭# সায়েদাবাদ বাস টার্মিনাল

 

৮# মগবাজার-মৌচাক ফ্লাইওভার

 

৯# গুলশান-১ চত্বর

 

১০# হাতিরঝিল

 

১১# মতিঝিল বাণিজ্যিক এলাকা

 

১২# মানিক মিয়া এভিনিউ

৪৮২১ পঠিত ... ১৩:১৬, এপ্রিল ০৩, ২০২০

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top