গত ৬৭ বছরে ম্যাড ম্যাগাজিনের সেরা ২০টি প্রচ্ছদ

৬৬৩ পঠিত ... ১৯:৩৫, জুলাই ০৭, ২০১৯

আমেরিকান হিউমারের প্রভাবশালী ‘ম্যাড’ ম্যাগাজিন আর নতুন কোনো সংখ্যা বের করবে না। ম্যাগাজিনটির  সাথে জড়িয়ে আছে অনেক ইতিহাস, বহু কমেডিয়ান, কার্টুনিস্ট লেখকের স্মৃতি ও কীর্তি।

ব্যঙ্গ বিদ্রুপের এই ম্যাগাজিনটির অনেক কিছুর পাশাপাশি খ্যাতি ছিলো আইকনিক সব প্রচ্ছদের জন্যে। যেখানে অধিকাংশ সময় দেখা যেত কাভারবয় চিরকিশোর কেয়ারফ্রি ইডিয়ট, ফোকলা দাঁতের আলফ্রেড ই. নিউম্যানকে।

‘ম্যাড’-ম্যাগাজিনের দীর্ঘ ৬৭ বছরের প্রকাশনার অসংখ্য প্রচ্ছদ থেকে বাছাই করে ২০ টি প্রচ্ছদ eআরকির পাঠক-দেখকদের জন্যে তুলে ধরা হলো।     

 

১# 

শুরু থেকেই আলফ্রেড নিউম্যানের ফোকলা দাঁত নিয়ে মজা করেছে 'ম্যাড'। দেখে নিন কীরকম হতে পারে আলফ্রেডের জন্য বিশেষ টুথব্রাশ। 


 

 

 

২#

তাকো যে শুধু খাওয়ার জিনিস না, অন্য কাজেও লাগে তা আলফ্রেড ছাড়া আর কে শেখাবে? 





৩# 

প্লানেট অফ দ্য এইপস-এ আলফ্রেড ই. নিউম্যান 


 

৪#

আলফ্রেড পানি দিলে পানি যেভাবে বের হয়। ম্যাডের ৩৪৬ তম সংখ্যা অনুযায়ী গ্যাংস অফ ইডিয়টের ভাষ্য:  'আমরা আছি, আমরা বেকুব, মানিয়ে নিন'। watering

 

 

৫#

আমেরিকার বর্ণবাদ বিষয়ে 'ম্যাড' প্রকাশ করেছিল একটি স্পেশাল ইস্যু। 


৬# 

 চার্লস ডারউইনের জম্মদিনে 'ম্যাড'-এর ট্রিবিউট! 

 

 

৭#

নাম্বার ওয়ান 'য়্যেক' ম্যাগাজিনের এই প্রচ্ছদটি নানা কারণে বিখ্যাত। ১৯৭৪ সালের এপ্রিল সংখ্যার এই প্রচ্ছদটি আমেরিকাজুড়ে সৃষ্টি করেছিলো তুমুল বিতর্ক।  

 

 

৮# 

আপনি ইয়ো ইয়ো দিয়ে ছোটবেলায় নিশ্চয়ই খেলেছেন! 

 

 

৯#

ম্যাডোনার সঙ্গে আলফ্রেড। সেলেব্রিটিকে দেখে তার চিরকিশোর কৌতুহলী  আলফ্রেড কী করবে?  

 

 

১০# 

ম্যাড ম্যাগানিজের আইকনিক প্রচ্ছদগুলির একটি! 

 

১১# 
আলফ্রেড নিউম্যান যখন রেসলার! 

 

 

১২# 

জ্যাকসনকে নিয়ে একাধিক সংখ্যায় রসিকতা করেছে 'ম্যাড' 


 

 

১৩# 

'কিছু দেখো না, কিছু শুনো না, কিছু বলো না' - কেয়ারফ্রি ইডিয়ট আলফ্রেড নিউম্যানের দর্শন! 

 

 

 

১৪# 

লিংকনের হ্যাটে স্নোবল ছুড়ে আলফ্রেড!  

 

 

 

১৫# 

আলফ্রেড নিউম্যান যখন আপেল খায়! 

 

 

 

১৬# 

আমেরিকার সবচেয়ে জনপ্রিয় 'সিটকম' নিয়ে ম্যাড বিদ্রুপ করবে না- এ তো হতে পারে না! 


 

 

১৭#

ম্যাড-এর প্রচ্ছদে জাস্টিন বিবার 

 

 

১৮# 

আলফ্রেড ই. ওবামার নির্বাচনজয়ের পরে ম্যাডের 'ইয়েস, উই ক্যানট'! 

 

 

 

১৯# 

ম্যাড-এর কাভারে কিংবদন্তী ব্যান্ড বিটলস  

 

 

২০# 

 পপ কালচারের নানান অনুষঙ্গ নিয়ে রঙ্গ-ব্যঙ্গ করে এসেছে 'ম্যাড'। টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শো গেইম অভ থ্রোনস-ই বা বাদ যাবে কেন?

৬৬৩ পঠিত ... ১৯:৩৫, জুলাই ০৭, ২০১৯

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top