২০ লক্ষ টাকার গরু মাত্র ২০ হাজার টাকায় কিনলেন বেনজীর

৪৭৭ পঠিত ... ১৮:১০, জুন ১৩, ২০২৪

6

এক ভূয়া তথ্যে জানা গেছে, সাবেক আইজিপি বেনজীর আহমেদ গাবতলি হাটের সবচে সুদর্শন গরুটি কিনেছেন এইবার কোরবানির ইদের জন্য। বিশাল আকারের গরুটিকে যখন হাট থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন এক নজর দেখার জন্য সবাই যেন নিজেদের কাজ ফেলে, গরু দামাদামি ফেলে হাঁ করে তাকিয়ে ছিল।  

কোরবানির হাটে স্বশরীরে উপস্থিত ছিলেন eআরকির অফলাইন প্রতিনিধি। পুরো ব্যাপারটির এক ফোঁটাও তার নজর এড়িয়ে যায়নি।

চারকোলের মতো কালো বর্ণের প্রায় ৭ ফুট লম্বা গরুর দাম নিয়ে জল্পনা-কল্পনা চলছিল পুরো হাটে। বেনজীর সাহেবের কাছে দাম জানতে চাইলে স্বপ্নে তিনি বলেন, আল্লাহকে খুশি করার জন্য নিজের সামর্থ্য অনুযায়ী গরুটি কিনেছি। গরুর দাম বলে আল্লাহর নেয়ামতের খাতা থেকে নিজের নাম উঠিয়ে ফেলতে  চাই না। একজন সৎ, ন্যায়পরায়ণ পুলিশ অফিসারকে এমন বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য দুঃখ প্রকাশ করে গরুটির দাম উদঘাটন করার জন্য সামনে আগান আমাদের প্রতিনিধি।

কিছুদূর আগালে বুঝতে পারেন ঠিক কার কাছ থেকে গরুটি কিনেছিলেন বেনজীর। ঝোপবুঝে কোপ মারার মতো করে জানতে চাওয়া হলো যে গরুটির দাম কত ছিল। শুরুতে তিনি স্বীকার করতে চাচ্ছিলেন না যে তিনি গরুটি বিক্রি করেছেন। বেনজীর আহমেদের নাম বেশ কবার নেয়ার পর আশপাশ তাকিয়ে প্রায় মৃদু স্বরে বলেন ২০ হাজার।

৭ ফুটের এই বিশাল গরুর দাম ২০ হাজার কীভাবে হয়? গরুর মালিক দুঃখ করে বলেন, আমার গরুটা যেমন বড় সাইজের ছিল তেমনি কয়লার মতো কালো ছিল। নায়কের মতো দাঁড়ায় থাইকা ঘাস খাইত। চোখে চশমা পড়ায় দিলে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান গরুও ফেইল। গরুটা আমার অনেক খাইতেও পার‍ত। এর ওর চাড়ি থেকে ঘাস, খড়, ভুসিও খাইত ভয় দেখায়ে।

র‍্যাবের মত কালো রঙ, একেবারে নির্ভীক, এমন দখলদার খাদ্য রসিক গরুর নাম দিসিলাম বেনজীর। অনেক আদর করে পালছিলাম গরুটারে। আজকে সকাল সকাল দেশ থেকে গরুটা আসলে এক্কেবারে প্র‍থমেই বেনজীর স্যার দাম করেন। লোকটারে অনেক ভালা পাই আমি। আর গরুরও মিতা। তাই ২০ হাজারেই দিয়া দিছি।

লোকটার কথা ঠিক বিশ্বাসযোগ্য বলে মনে না হওয়ায় এর সত্যতা উদঘাটনে আরও কিছু মানুষের সাথে কথা বলা হলো। তাদের কাছ থেকে থলের বেড়াল বের হয়ে আসে। তাদের কাছে জানা যায়, গরু বিক্রেতার এলাকায় প্রচুর ঋণ আছে। গরু বিক্রির দাম যত কম দেখাতে পারবেন, তার জন্য এ যাত্রায় টিকে থাকা তত সহজ হবে। এজন্যই ২০ হাজারের কথা বলে বেড়াচ্ছেন তিনি।

৪৭৭ পঠিত ... ১৮:১০, জুন ১৩, ২০২৪

Top