নগদের ক্যাম্পেইনের পর নতুন বিপদে তামিম-মিরাজ

২২২ পঠিত ... ১৬:২২, মার্চ ২১, ২০২৪

19 (2)

নগদের মার্কেটিং ক্যাম্পেইনের পর জীবনে নতুন এক বিপদ এসে হাজির হয়েছে তামিম, মিরাজ, মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিমের। জানা গেছে, এই চারজন ক্রিকেটারের কোনো কথাই এখন আর বিশ্বাস করছে না পরিবার।

নতুন এই বিপদের সূত্রপাত গত রাত থেকে। নগদের ভূয়া ফোনলাপ ফাঁসের পর লাইভ শেষ করেছেন তামিম। লাইভ শেষ করার পর বুকে ব্যথা অনুভব করায় বুকে হাত দিয়ে বাসায় পানি চান তিনি। কিন্তু বাসার কেউই তামিমের এই কথা বিশ্বাস করেনি। উল্টো পুরো ঘটনাকে নগদের ক্যাম্পেইনের অংশ বলেই সন্দেহ করেছেন তারা। শেষ পর্যন্ত পানি না পেয়ে নিজের হাতেই পানি এনে খেতে হয়েছে তামিমের।

একই ঘটনা ঘটেছে মিরাজের ক্ষেত্রেও। জানা গেছে, রাতে সেহেরির সময় গ্যাসের সমস্যায় ভোগায় বাসায় একজনের কাছে গ্যাসের ঔষধ চান তিনি। পুরো সেহেরি পর্যন্ত ছটফট করলেও কেউই গ্যাসের ঔষধ দেয়ার জন্য মিরাজের কাছে এগিয়ে আসেনি। সবাই ভেবেছে, গ্যাসের ঔষধ চাওয়াও নগদেরই ক্যাম্পেইন।

মিরাজের পরিবারের এক সদস্য বলেন, ‘বিশ্বাস করতেই চাই। কিন্তু নগদের ক্যাম্পেইনের কথা মনে পড়লে আর বিশ্বাস করতে পারি না। পরে দেখা যাবে, এই গ্যাসের ঔষধ চাওয়াও নগদের ক্যাম্পেইন। ঔষধ নিয়ে লাইভে আইসা বলতেছে, তিনজন মিলে দল করুন। গ্যাসের ঔষধ কিনুন।’

নাম প্রকাশ না করার শর্তে আরও এক ক্রিকেটার নতুন এক বিপদের কথা জানান। নাম প্রকাশ না করার শর্তে মুশফিকুর রহিম নামের এই ক্রিকেটার বলেন, ‘কাল থেকে কাউকে ফোন দিলে ফোন ধরছে না। কেটে দিচ্ছে। মেসেজ দিলে সিন করছে না। এমনকি আমার স্ত্রীও ফোন,মেসেজ কোনো কিছু রিপ্লাই দিচ্ছে না। খুবই বিপদে আছি।’

বিষয়টি নিয়ে কথা বলতে গেলে মুশফিকের স্ত্রী নিজের ফেক আইডি থেকে জানান, ‘ভয়ে আছি, কখন আবার আমার আর ওর একান্ত ব্যক্তিগত কথা আবার খেলাযোগে ফাঁস হয়ে যায়। ওকে দেখলে এখন আর মানুষ মনে হয় না, মনে হয় আস্ত একটা নগদের ক্যাম্পেইন।’

২২২ পঠিত ... ১৬:২২, মার্চ ২১, ২০২৪

Top