যেভাবে দুই দিন কিস-ডে পালন করছেন দেশের অনেক কাপল

১৬৪ পঠিত ... ১৮:০০, ফেব্রুয়ারি ১২, ২০২৪

426720328_1327613048214150_1621434688035561126_n

ভ্যালেন্টাইন্স উইকে কিস ডে একদিন। ১৩ ফেব্রুয়ারি। কিন্তু দেশের অনেক কাপল এই বছর টানা দুইদিন কিস ডে পালন করবেন বলে জানা গেছে। কিস ডের পাশাপাশি ভ্যালেন্টাইন্স ডেও দুইদিন পালন করবেন বলে জানান।

অবাক লাগলেও বিষয়টি সম্ভব হয়েছে চাঁদপুর জেলার কারণে। দুইদিন কিস ডে পালন করার পরিকল্পনা করা এমনই এক কাপল চাঁদপুর থেকে আমাদের জানান, কিস ডে আগামীকাল হলেও চাঁদপুর গিয়ে তারা আজকেই একবার কিস ডে পালন করছেন। চাঁদপুরে কিস ডে পালন শেষে রাতের বাস ধরেই ঢাকায় আসবেন এই কাপল। এরপর ১৩ ফেব্রুয়ারি আধাবেলা ঢাকায় এসে ঢাকার কিসডে ধরবেন তারা। এরপর হেলিকপ্টাযোগে বিকেলের আগেই চলে যাবেন  চাঁদপুর। সেখানে শুরু হবে চাঁদপুর অংশের ভ্যালেন্টাইন ডে পালন। পরেরদিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি আবার তারা ঢাকায় অবস্থান করে এখানে আরও এক দফা ভ্যালেন্টাইন ডে পালন করবেন।

ঢাকার পাশাপাশি সারাদেশ থেকে কাপল এমন বোনাস কিস ডে ও বোনাস ভ্যালেন্টাইন ডে পালনের উদ্দেশ্যে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অনেকে চাঁদপুরে অবস্থানও করছেন।

অন্যদিকে চাঁদপুরে সারাদেশের কাপলদের এমন ভীড়ের কারণে স্বয়ং চাঁদপুরের কাপলরাই ডেটিং করার জন্য স্থান খুঁজে পাচ্ছেন না। স্থান সংকুলানের সংকটের অনেক কাপল বাসা থেকেই বের হচ্ছেন না বলে জানা যায়। চাঁদপুরের কাপলদের এমন অভিযোগের ভিত্তিতে ঢাকার এক কাপল বলেন, ‘আমরা তো শুধু চাঁদপুরে এসে জমায়েত হচ্ছি। কিন্তু চাঁদপুরের কাপলদের জন্য তো সারাদেশটাই পরে আছে। ওরা ওখানে গিয়ে ডেটিং করুক।’

১৬৪ পঠিত ... ১৮:০০, ফেব্রুয়ারি ১২, ২০২৪

Top