Transলেশন করতে বলায় প্রশ্নপত্র ছিঁড়ে ফেলল শিক্ষার্থী

২৬৫ পঠিত ... ১৭:২৫, জানুয়ারি ২৩, ২০২৪

419724701_398990132597675_2253506273913259373_n

পরীক্ষার প্রশ্নে Transলেশন করতে বলায় প্রশ্নপত্র ছিঁড়ে কুচিকুচি করে পরীক্ষার হল থেকে ‘ধুর ছাতা পরীক্ষাই দিমু না’ বলে বেরিয়ে গেলেন এক শিক্ষার্থী। বিষয়টিতে প্রথমে সেখানে থাকা বাকিরা হতবাক হয়ে গেলেও পরে তার দেখাদেখি আরও বেশ কিছু শিক্ষার্থী প্রশ্নপত্র ছিঁড়ে ফেলেন। তবে হুট করে প্রশ্নপত্রের উপর এমন রাগ দেখানোর কোন কারণই খুঁজে পাচ্ছেন না সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

এ ব্যাপারে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন ‘আমরা মূলত আমাদের পিও ভাই, পিও অভিভাবক, পান্তাবিজ্ঞানী উৎস ভাইকে অনুসরণ করেছি। যেহেতু আমরা উনার আদর্শে চলি, সুতরাং উনি যা করেছেন, আমরাও তাই করেছি। কেন করেছি জানি না।। দরকার হলে কোর্সে ফেইল করবো তবুও Transলেশন করে পাশ করার ইচ্ছা আমাদের নেই। বলে রাখা ভালো, আগে আমি Transsilva বাসে করে ভার্সিটি আসতাম। এখন হেঁটে আসি এমনকি বাসার ইলেক্ট্রিসিটির লাইনও কেটে দিয়েছি। Transformer থেকে আসা কারেন্ট আমার দরকার নেই, দরকার হলে কুপিবাতি জ্বালিয়ে পড়াশোনা করব।’

২৬৫ পঠিত ... ১৭:২৫, জানুয়ারি ২৩, ২০২৪

Top