জাহাঙ্গীরনগরের গেট থেকেই দেখা মিলছে পিরামিডের

১৭০ পঠিত ... ১৭:৪১, নভেম্বর ১৬, ২০২৩

বাংলা-গানের

নতুন ভবন নির্মানের জন্য জাহাঙ্গীরনগরে গণহারে কাটা হচ্ছে গাছ। তবে, এতে খুব একটা ক্ষতি হচ্ছে না সেখানে। কারণ নিয়মিত এভাবে গাছ নিধনের ফলে জাহাঙ্গীরনগর পরিণত হচ্ছে মরুভূমিতে এবং অদূর ভবিষ্যতে সাহারা মরভূমিকে এই মরুভূমি টক্কর দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন অনেক বিশেষজ্ঞরা। এমনকি বিশ্ববিদ্যালয়ের মেইনগেট থেকে পিরামিড দেখা যাচ্ছে বলেও জানিয়েছেন অনেক।

পিরামিড দেখা এমনই একজন আমাদের বলেন, ‘আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। গতকাল রাতে সবজি দিয়ে ভরপেট ডিনার করার পর মেইনগেটে গিয়েছিলাম, একটু চা খেতে। পরে ফেরার সময় দেখি, বিরাট এক পিরামিড! পাশ দিয়ে দুটো উটও হেঁটে যাচ্ছে।‘  

উনার কথা আমাদের কাছে অতটা বিশ্বাসযোগ্য মনে না হলে, আমরা এক মরুভূমি বিশেষজ্ঞের কাছে যাই। তিনি আমাদের বলেন, ‘গাছ কাটলে এলাকা তো মরুভূমি হবেই। আর যেখানে মরুভূমি আছে সেখানে পিরামিড থাকবেই! কীভাবে থাকবে সেটির গভীরে আমরা না যাই তবে পিরামিড থাকবে এইটাই চিরন্তন সত্য।‘

১৭০ পঠিত ... ১৭:৪১, নভেম্বর ১৬, ২০২৩

Top