ভারতে রাতের আঁধারে পিচ পরিবর্তন করার তীব্র সমালোচনা করলো বাংলাদেশের ইসি

১৬১ পঠিত ... ১৭:৫২, নভেম্বর ১৫, ২০২৩

ভারতে-রাতের-আঁধারে-পিচ-পরিবর্তন-

সেমিফাইনালের আগের দিন রাতে পিচ পরিবর্তন ও নিজেদের মতো করে বানিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে কঠোর সমালোচনা করেছে বাংলাদেশের ইসি।

রাতের আঁধারে এভাবে কর্ম সম্পাদন করার সমালোচনা করে ইসির সাবেক এক কর্মকর্তা বলেন, ‘রাতের আধারে এই ধরনের গর্হিত কাজ করা তাদের একদমই উচিত হয়নি। এই ধরনের কাজ একটা দেশের গণতন্ত্র, স্বাধীন মতপ্রকাশ পরিপন্থি। রাতের আধারে এমন অনিয়ম করার জন্য তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।‘   

ইসির সাবেক আরেক কর্মকর্তা বলেন, ‘দেখেন, তারা রাতের আধারে এমন একটা কাজ করেছে বিষয় সেটি না। কাজটি ওনারা আরও সুন্দরভাবে করতে পারতেন। ওনারা স্বচ্ছ ব্যালট বক্স থুক্কু স্বচ্ছ পিচ বানাতেন তাহলে রাতের আঁধারে এই কাজ ক্ষমা করে দেয়া যেতো। এখন তো আর সেটি করাও সম্ভব না।‘

রাতের আধারে এভাবে পিচ পরিবর্তন করলে রাতের অন্যান্য কাজে চাপ আসতে পারে বলেও মন্তব্য করেছেন অন্য আরেক সাবেক ইসি কর্মকর্তা। তিনি বলেন, ‘রাতে কত গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। সিল মারা থেকে শুরু করে মশা মারা—কত কী! তার মধ্যে যদি পিচ পরিবর্তন করার জন্যও আপনারা রাতের উপর চাপ তৈরি করেন তাহলে একটা রাত আর কত ভোটের দায়িত্ব নেবে?’

১৬১ পঠিত ... ১৭:৫২, নভেম্বর ১৫, ২০২৩

Top