ভূমিকম্পের সাথে সাথে ফেসবুকে সবার আগে স্ট্যাটাস দেওয়ার জন্য ৭২ ঘণ্টা ধরে নির্ঘুম ধানমণ্ডির রিয়াদ 

১৭২ পঠিত ... ১৭:৫৬, সেপ্টেম্বর ২০, ২০২৩

ভূমিকম্পের-সাথে

আগামী ৭২ ঘণ্টার মধ্যে ৫.৫-৬.৮ রিখটার স্কেলে ভূমিকম্প হবার সম্ভাবনা আছে বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশগুলোতে এমনটাই জানিয়েছেন সিসমোলজিস্টরা। এমন সম্ভাবনায় উদ্বিগ্ন বাংলাদেশ বেশিরভাগ মানুষ। তবে প্রত্যেকটি মানুষের দুশ্চিন্তার জায়গা আলাদা এমনটাই প্রমাণ করলেন ধানমন্ডির রিয়াদ। এক গোপন সূত্র থেকে জানা যায়, ভূমিকম্পের সাথে সাথে ফেসবুকে সবার আগে স্ট্যাটাস দেওয়ার জন্য ৭২ ঘণ্টা ধরে নির্ঘুম থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

কেন ভূমিকম্পের মতো একটি গুরুতর বিষয় নিয়ে এ এ ধরনের কর্মকাণ্ড হাতে নিয়েছেন জানতে চাইলে রিয়াদ (২৭) জানান, ‘আমিও ভূমিকম্প নিয়ে সিরিয়াস। ফেসবুকে স্ট্যাটাস না দিলে বেশিরভাগ মানুষ জানতেই পারেন না যে ভূমিকম্প হয়েছে। তাই এই একে আমি ‘অ্যাক্ট অব সোশ্যাল সার্ভিস’হিসেবে নিয়েছি। এর আগেও বহুবার ভূমিকম্পের ভবিষ্যৎবাণী শুনে আমি সবার আগে স্ট্যাটাস দেওয়ার জন্য অপেক্ষা করেছি। যেই না শেষ রাত্রে একটু চোখ লেগেছে, সকালবেলা উঠে দেখি ফেসবুক ভূমিকম্পের পোস্টে সয়লাব। তাই এবার আর কোনো রিস্ক না নিতে এই ৭২ ঘণ্টা জেগেই থাকবো বলে সিদ্ধান্ত নিয়েছি।’

শুধু মৌখিকভাবে নয়, অন্যান্যবারের চেয়ে রিয়াদ নিজেকে কাজের দিকেও এগিয়ে রেখেছেন আরও এক ধাপ। ফেসবুকে ইতিমধ্যে স্ট্যাটাস লিখে রেডি হয়ে আছেন তিনি। নিজের ফেসবুক অ্যাকাউন্টে রেডি টু পোস্ট অবস্থায় থাকা ‘ভূমিকম্প!!!!!!!!!!!!!!’ লেখাটি আমাদের দেখান। এ ব্যাপারে তিনি আরও বলেন, ‘ভূমিকম্পের সাথে সাথে স্ট্যাটাস লিখা একটু কঠিন। খুব প্যানিক অবস্থায় থাকি। তাই স্ট্যাটাস লিখে মোবাইল হাতে নিয়ে বসে আছি। ভূমিকম্প হলেই খাটের নিচ থেকে পোস্ট করে দেবো...’

তবে গতকাল রাত সাড়ে তিনটায় ভূমিকম্পন অনুভব হলে সাথে সাথে তিনি স্ট্যাটাস পোস্ট করায় সবাই বেশ বিভ্রান্ত হয়ে পড়ে। কমেন্ট সেকশন থেকে জানতে পারেন আর কোথাওই কেউ টের পায়নি। এতে ভীষণ বিস্মিত হন রিয়াদ চৌধুরী। তবে পরবর্তীতে জানতে পারেন, ওপরতলায় আসলে নতুন বিবাহিত দম্পতি ভাড়াটিয়া উঠেছেন...এমন ঘটনায় বিরক্ত এবং বিব্রত হয়ে রিয়াদ ওপরতলার দম্পতিকে ইতিমধ্যে সাবধান করে এসেছেন।

১৭২ পঠিত ... ১৭:৫৬, সেপ্টেম্বর ২০, ২০২৩

Top