ডিমের বিকল্প হিসেবে হানি-নাটস খাচ্ছেন মিরপুরের ব্যাচেলর বদরুল

১৩৭ পঠিত ... ১৬:৩৪, আগস্ট ১৭, ২০২৩

Honey-nuts

হু-হু করে বেড়ে চলেছে ডিমের দাম। আর সেই ডিমের দামের সাথে পাল্লা দিতে নাভিশ্বাস উঠে যাচ্ছে ব্যাচেলরদের। অনেকেই ছেড়ে দিচ্ছেন ডিম খাওয়া। মিরপুরের তরুণ ব্যাচেলর বদরুলও ছেড়েছেন। কিন্তু আর সবার মতো বসে না থেকে তিনি শুরু করেছেন হানি-নাটস খাওয়া।

কেন? বদরুলের কাছে জানতে চাওয়া হলে তিনি আমতা আমতা করে আমাদের বলেন, ‘কারণ হানি-নাটসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, লৌহ, খনিজ। এটি দেহের পুষ্টি যোগায়, মনের বিনোদন যোগায়, আত্মার…’

আমাদের প্রতিবেদক তাকে থামিয়ে জিজ্ঞেস করেন, ‘আপনি তোতাপাখির মতো এইগুলো মুখস্থ বলে যাচ্ছেন কেন?’ উত্তরে বদরুল বলেন, ‘আসলে রাত জেগে জেগে জামশেদ মজুমদারের হানি-নাটসের কথা শুনতে শুনতে মাথায় ঢুকে গেছে। এরপর থেকেই খালি মনে হইতেছে, ভাত না খাইলেও আমাকে হানি-নাটস খাইতে হবে।‘

বদরুলকে যখন বলা হলো হানি-নাটস খেতে হয় বিবাহিত জীবন সুখের হবার জন্য। আপনি তো ব্যাচেলর। বদরুল ডুকরে উঠে বলেন, ‘বেকার ছেলেরে কে বিয়ে করবে ভাই? কিন্তু তাই বলে বসে তো থাকা যায় না। বিয়ে দরকার হইলে পরে করলাম। হানি-নাটস খেয়ে এই কাজটা আগাইয়া রাখতেছি।‘

১৩৭ পঠিত ... ১৬:৩৪, আগস্ট ১৭, ২০২৩

Top