একই তো দাম, তাই এখন পানির বোতলেই কাজ চালাই: রিমান্ডের পুলিশ

১৩৯ পঠিত ... ১৭:১৩, আগস্ট ১৪, ২০২৩

একই-তো-দাম

বাজারে ডিমের দাম নিয়ে তোলপাড়, তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলো রিমান্ডের অপেক্ষায় থাকা আসামীর দল। তবে হরিষে বিশাদ! নতুন বুদ্ধি করেছেন রিমান্ডের দায়িত্বে থাকা পুলিশরা। সেটা শুনে মুষড়ে পড়েছেন রিমান্ডের অপেক্ষায় থাকা আসামীরা।

কী সেই বুদ্ধি? জিজ্ঞেস করা হয়েছিলো এক পুলিশকে। তিনি জানান, ‘ডিমের সবচেয়ে বড় অসুবিধা কি জানেন? ডিম একটু পুশ করলেই ভাইঙ্গা যায়। যখন ডিম আর পানির দাম সমান হইলো, তখন ডিমের বিকল্প পাইলাম।‘

‘কিন্তু পানি দিয়ে কীভাবে ডিমের কাজ চালান?’ এই প্রশ্নের উত্তরে রিমান্ডের দায়িত্বে থাকা পুলিশ সদস্যটি বলেন, ‘পানি দিয়ে কি ডিমের কাজ আর চালানো যায়? লাগে হইতেছে পানির বোতল। এক বোতল তিন-চাইরবার ব্যবহার করলেও ভাঙ্গে না, ট্যাপ খায় না।‘

বোতল ব্যবহার নীতিসিদ্ধ কিনা, এই প্রশ্নের জবাবে রিমান্ডকর্তা জানান, ‘ডিমসিদ্ধ যখন ছিলো, তখন তো সিদ্ধ নাকি ভাজি তা জিজ্ঞেস করেন নাই। এখন এত জ্বলে ক্যান?’

বি.দ্র.: এই সকল সঙবাদ স্বপ্নে পাওয়া। স্বপ্নে পাওয়া সঙবাদ বিশ্বাস করবেন কিনা, সেটা আপনার ইচ্ছা।

১৩৯ পঠিত ... ১৭:১৩, আগস্ট ১৪, ২০২৩

Top