বিসিএস ক্যাডারদের হাত থেকে গার্লফ্রেন্ডকে বাঁচাতে আসছে বিশেষ অ্যাপ: ঠেকাও

২২৪ পঠিত ... ১৭:২৭, আগস্ট ০৫, ২০২৩

বিসিএস

মাত্রই বের হলো ৪১তম বিসিএস পরীক্ষার চুড়ান্ত ফল। সোশ্যাল মিডিয়ায় ‘আলহামদুলিল্লাহ’ স্ট্যাটাসের জয়জয়কার। আর নতুন ক্যাডারদের উল্লাসে বুক কেঁপে কেঁপে উঠছে সাধারণ প্রেমিকদের।

কিন্তু কেন? জিজ্ঞেস করা হলে নামপ্রকাশে অনিচ্ছুক মগবাজারের মল্লিক বলেন, ‘গার্লফ্রেন্ডদের রেস্টুরেন্টে খাইয়ে, গিফট দিয়ে, অভিমানের সময় পাশে থেকে বড় করে তুলি আমরা। আর বিসিএস ক্যাডার হয়ে তাদের নিয়ে যায় বিসিএস ক্যাডাররা। কোনো মানে হয় এইসবের? আমরা কি গার্লফ্রেন্ডের ব্যাপারী? বিসিএস ক্যাডারদের জন্য গার্লফ্রেন্ডদের আমরা লালন-পালন করি?’

আরেক প্রেমিক হাট হাজারির হালিম তো যুদ্ধই ঘোষণা করেছেন বিসিএস পরীক্ষার বিরুদ্ধে। তিনি বলেন, ৩৩তম বিসিএস পরীক্ষার সময় থেকে প্রেম করতেছি। একেকবার প্রেম করি, বিসিএসের রেজাল্ট বাইর হইলেই আমাকে নতুন প্রেমিকা খুঁজতে হয়। বারবার খালি আমার উপরেই? কেন? কেন…?’

এদিকে এইসব প্রেমিকদের হতাশা ঠেকাতেই এবার নাসা নিয়ে এলো নতুন এক অ্যাপ, নেট পাড়ায় যাকে ডাকা হচ্ছে ‘ঠেকাও’ নামে। অত্যাধুনিক প্রযুক্তির এই অ্যাপ প্রেমিকার বাবা-মায়ের কাছে বিসিএস পাত্রের কোনো খবরই পৌঁছাতে দেবে না। এমনকি পাত্রের ঘটকের ফোনের সার্ভারও ডাউন করে ফেলার ক্ষমতা রয়েছে এই অ্যাপে।

নাসার এক কর্মকর্তাকে জিজ্ঞেস করা হলে ফেক আইডি থেকে তিনি বলেন, ‘বহু আগে আমরা চাঁদে গিয়েছিলাম। এখন আর ওইসব ফালতু কাজেকর্মে আমরা সময়-মেধা নষ্ট করি না। ঠেকাওয়ের মতো জনগুরুত্বপূর্ণ অ্যাপ বানাইতেছি। ভালো কথা, আপনার হাতে কোনো ভালো বিসিএস ক্যাডার পাত্র আছে? আমার বোনের জন্য কথা বলতাম…’

২২৪ পঠিত ... ১৭:২৭, আগস্ট ০৫, ২০২৩

Top