টিউশনিতে আর আম খেতে চান না মোহাম্মদপুরের মালিহা

১০১ পঠিত ... ১৭:৩২, জুলাই ০৯, ২০২৩

টিউশনিতে

সম্প্রতি ফেসবুক লাইভে এসে দেশের সকল ছাত্রছাত্রীর পরিবারকে উদ্দেশ্য করে একটি ১ মিনিটের ভিডিও করেন ঢাকার মোহাম্মদপুরবাসী মালিহা। ভিডিওতে তিনি বিনীতভাবে আবেদন জানান কেউ যাতে বাসায় পড়াতে আসা টিউটরকে নাস্তায় আম খেতে না দেয়। কিন্তু এমন আবেদনের কোনো কারণ তিনি ভিডিওতে জানাননি। তাই মালিহার সাক্ষাতকার নেওয়ার জন্য আর বাসায় যায় eআরকি টিম।

মালিহার সাথে কথা বলে জানা যায়, গত ২ মাসে তিনি এতো বেশী আম খেয়েছেন যে এখন আমের নাম শুনলেও তার মাথা গরম হয়ে যায়। তিনি জানান, ‘আম আমার সবচেয়ে প্রিয় ফল। এই বছর আমের সিজনের প্রথমেই মাকে বলেছিলাম কাঁচা আমের ভর্তা খাবো। মা এনেও দিল। এর পর থেকে প্রতিদিন সকাল-বিকাল-রাতে মা খালি আম খেতে দেয়। যেই স্টুডেন্টের বাসায়ই যাই পড়াতে, সেখানেই আম খেতে দেয়। বাসায় মেহমান আসলে, আম নিয়ে আসে। মেহমানকেও আম খেতে দেওয়া হয়। এখন আপনারাই বলেন, এত আম একটা মানুষের পক্ষে কি খাওয়া সম্ভব?’

সব কথা শুনে eআরকির প্রধান প্রতিবেদকের আর কিছু বোঝার বাকি রইল না। তিনি নিজেও একই পরিস্থিতির সম্মুখীন। তাই মালিহাকে সান্ত্বনা জানিয়ে eআরকি টিম বিদায় নিচ্ছিল। এমন সময় মালিহার বাসা থেকে নাস্তা দেওয়া হয়। কিন্তু নাস্তা না করেই বেরিয়ে পড়ে eআরকি টিম। কারণ ট্রেতে একটা প্লেটে সুন্দর করে কেটে দেওয়া ছিল আম।

১০১ পঠিত ... ১৭:৩২, জুলাই ০৯, ২০২৩

Top