কানাডার ভিসার জন্য অ্যাম্বাসিতে লম্বা লাইন ঢাকার গাছেদের

১১২ পঠিত ... ১৭:৫১, মে ১৫, ২০২৩

কানাডার-ভিসার

কানাডার ভিসার জন্য কানাডিয়ান অ্যাম্বাসিতে লম্বা লাইন শুরু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাছেদের। কয়েকদিন ধরেই সৌন্দর্যবর্ধনের জন্য গণহারে কাটা হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশনের গাছ, আর এতেই আতংক ছড়িয়ে পড়েছে গাছেদের মাঝে। এমনকি ঢাকা দক্ষিণের গাছদের পাশাপাশি উত্তরের গাছদের অনেকেও সেই লাইনে দেখা যায়।

তবে সব রেখে কানাডায় যাওয়ার ইচ্ছা কেন? সেটি জানার জন্য লাইনে দাঁড়ানো এক গাছকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘প্রথম ভেবেছিলাম ইউরোপ যাবো। কিন্তু সবাইকে ইদানিং দেখি কানাডায় যায়! পাশাপাশি শুনেছি ওখানে বেগমপাড়া নামে বাংলাদেশিদের একটি এলাকা আছে। বাঁচার জন্য মানুষরা যেতে পারলে আমাদের যেতে দোষ কী? অলরেডি আমার পরিবারকে সেখানে পাঠিয়ে দিয়েছি, আমার ভিসাটা হয়ে গেলেই একদম কেল্লা ফতে।‘

এত এত গাছদের লাইন দেখে প্রথমদিকে অ্যাম্বাসিতে কর্মকর্তারা কিছুটা ঘাবড়ে গেলেও পরবর্তীতে তারা ব্যাপারটা সামলে নিয়েছেন। নাম না প্রকাশ করার শর্তে এক অ্যাম্বাসি কর্মকর্তা আমাদের বলেন, ‘এতদিনে আপনাদের দেশ থেকে কাজের কেউ আমাদের দেশে যাচ্ছে। এতদিন ধরে অধিকাংশ দূর্নীতিবাজদের ভিসা প্রসেস করতে করতে আমাদের নিজেদেরকেই দুর্নীতিবাজ মনে হচ্ছিলো।‘

১১২ পঠিত ... ১৭:৫১, মে ১৫, ২০২৩

Top