রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশ থেকে পাঠানো হতে পারে 'বিটিএস আর্মি'

৪৮৭ পঠিত ... ১৭:৩৩, ফেব্রুয়ারি ২৭, ২০২২

BTS-army

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ধীরে ধীরে জটিল অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন এই যুদ্ধে অন্যান্য দেশও জড়িয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে বিশ্ব নেতাদের কপালে দেখা যাচ্ছে চিন্তার ভাঁজ। এবার সেই চিন্তার ভাঁজ কমাতে এগিয়ে আসছে বিটিএস আর্মি।  

গোপন সূত্রে খবর পাওয়া গেছে, দক্ষিণ কোরিয়ার জেনারেল 'সুগা'র নেতৃত্বে একদল 'বিটিএস আর্মি' যাবে ইউক্রেনের দিকে। সেখানে যোগ হবে বাংলাদেশ বিটিএস আর্মির সেনারাও।’

বাংলাদেশ বিটিএস আর্মির হেডকোয়ার্টার থেকে এক জেনারেল বিষয়টি অনিশ্চিত করেন। সুরে সুরে তিনি বলেন, ‘আমরা ইস্ত্রি নিয়ে নিয়েছি। সবাই প্রস্তুত। ইস্ত্রি করে সব নেতাদের কপালের ভাঁজ সারিয়ে দিবো। নো চিন্তা, ডু ডান্স।’

ইউক্রেন যুদ্ধে যোগ দেয়ার মত এমন মানবিক ও সাহসী সিদ্ধান্তকে কীভাবে দেখছেন? আমাদের এমন এক প্রশ্নে বিটিএস আর্মির এক নারী সদস্য বলেন, ‘আই লাভ জিমিন, আই লাভ সুগা। আই জাস্ট ম্যাড এট দেম। ও মাই গড। সুগাকে না পেলে মরে যাবো।’  

এদিকে বিটিএস আর্মি যুদ্ধে যোগদানের খবরে বিশিষ্ট এক গবেষক বলেন, ‘ইউক্রেন যুদ্ধে যোগ দিলে রাশিয়ার পতন কেউ ঠেকাতে পারবে না। তারা যুদ্ধে গেলে রুশ বাহিনীর জন্য বড় বিপর্যয় অপেক্ষা করছে।’

চিন্তার ভাঁজ পড়েছে পুতিনের কপালেও। তবে পুতিনকে অভয় দিয়ে এক আর্মি বলেন, ‘চিন্তা নিয়েন না। বিটিএস আর্মিতে যোগ দিলে আপনাকেও যুদ্ধ করতে ইউক্রেন নিয়ে যাওয়া হবে।’

৪৮৭ পঠিত ... ১৭:৩৩, ফেব্রুয়ারি ২৭, ২০২২

Top