পাঁজাকোলা করে রাস্তা পার করিয়ে কোটিপতি চট্টগ্রামের নাহিদ

১৫৪৬ পঠিত ... ১৯:১৬, জুন ০৯, ২০২১

Pajakola

গত কয়েকদিন ধরে চট্টগ্রামের রাস্তা নদীপথ হয়ে গেছে। কোথাও হাটু সমান পানি, কোথাও কোমর সমান কিংবা কোথাও গলা সমান পানিও উঠেছে শহরের বিভিন্ন জায়গায়। শহরে এমন পানি ওঠাই কপাল খুলে দিয়েছে নাহিদ নামের তরুণ উদ্যোক্তার। পাঁজাকোলে করে পানি জমে থাকা রাস্তা পার করে দিয়ে কোটিপতি হয়েছে চট্টগ্রামের এই তরুণ।

চট্টগ্রামে এমন পানি ওঠার সুযোগ করে দেয়ার জন্য মেয়রকে ধন্যবাদ দিয়ে নাহিদ বলেন, 'আমাকে দেখে অনুপ্রাণিত হয়ে আমার মত হাজারো তরুণ এই পেশায় আসার স্বপ্ন দেখছে। এমন সুযোগ করে দেয়ার জন্য মেয়র সাহেবকে ধন্যবাদ। পাশাপাশি ধন্যবাদ নায়ক রিয়াজকে। তিনি চট্টগ্রামকে ইউরোপ-আমেরিকা না বললে হয়তো এইবছর এত পানি উঠতো না।'

নাহিদের সাথে কথা বলে জানা যায়, 'আগে বিভিন্ন বিয়ে বাড়িতে গিয়ে গিয়ে পাঁজাকোলা করে বউ-বর নিয়ে আসার কাজ করতেন তিনি। নির্বাচনী এলাকায় যাওয়া এমপি-মন্ত্রীদের পাঁজাকোলা করে পানি ও কাদাওয়ালা সড়ক পার করার অভিজ্ঞতাও আছে তার। কিন্তু আয় কম ছিলো। অনেকে টাকা দিতো না। কিন্তু সাধারণ মানুষ টাকা মেরে খায় না। তারা দিয়ে দেই। সেজন্যই মাত্র ৩ দিনে আয় হয়েছে কোটি টাকা। নাহিদ বলেন, 'এমপি-মন্ত্রী কোলে নিছি তো। ফেলার উপক্রম হইলেও ভয়ে কাউকে ফেলি নাই। অভিজ্ঞতা ভালো। আমার কোলে উঠলে পড়ে যাওয়ার ভয় নাই।'

ভবিষ্যতে বাংলা সিনেমায় পাঁজাকোলা ম্যান হতে চান তিনি। তিনি বলেন, 'ফাইট ও স্ট্যান্ট করার জন্য যেমন স্ট্যান্টম্যান থাকে আমি তেমন পাঁজাকোলাম্যান হবো। অনেক নায়কই আছেন যারা কোমরের বেদনার কারণে হয়তো নায়িকাকে কোলে নিতে পারেন না। আমি তাদের প্রক্সি দিবো।'

মেয়র সাহেবকে আরো এক দফা ধন্যবাদ দিয়ে নাহিদ বলেন, 'মেয়রের কাছে আমার অনুরোধ থাকবে সারা জীবন যেন শহরে এমন পানি থাকে। তাহলে আমাদের রুটি রোজগারে ঝামেলা থাকবে না। প্রয়োজনে কিছু কমিশনও দিবো।'

১৫৪৬ পঠিত ... ১৯:১৬, জুন ০৯, ২০২১

Top