এবারের বাজেটে কথার দাম বাড়বে, মোটিভেশনাল স্পিকারদের প্রত্যাশা

৩১১ পঠিত ... ১৫:৫৯, জুন ০২, ২০২১

motivation-speaker

আগামীকাল ঘোষণা করা হবে ২০২১-২২ অর্থ বছরের বাজেট পরিকল্পনা। অনেকেই নানাভাবে বাজেট নিয়ে নিজেদের দাবি দাওয়ার কথা জানিয়েছেন। সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন জিনিসের দাম কমানোর কিংবা না বাড়ানোর আকুতির কথা থাকলেও দেশের মোটিভেশনাল স্পিকাররা জানিয়েছেন ভিন্ন এক দাবি।

নিখিল বাংলা মোটিভেশনাল স্পিকার কল্যাণ সমিতির পক্ষ থেকে কথার দাম বাড়ানোর আকুল আবেদন জানানো হয়। সমিতির এক সিনিয়র সদস্য কুশান্ত পাল বলেন, ‘দেশের অর্থনীতিতে আমাদের কথার একটা অবদান আছে। এই যে আজ ঘরে ঘরে বিসিএস ক্যাডার, পরীক্ষায় শর্টকার্ট উপায়ে নাম্বার বের করার পন্থাসহ বিসিএসের পেছনে এঁটে থাকার মোটিভেশন তো আমিই দিয়েছিলাম একটা প্রজন্মকে। সেই প্রজন্ম আজ বেশি দামে জিনিসপাতি কিনে দেশের অর্থনীতিতে একটা বন্যা বইয়ে দিয়েছে। কিন্তু সেই ভাগ তো আমি পাইলাম না। এবার বাজেটে কথার দাম বাড়ালে খুব উপকার হইতো।'

অন্য এক সিনিয়র স্পিকার দোদুল্যমান দুখন বলেন, ‘আগে এখানে সেখানে স্পিচ দেয়ার জন্য যাইতাম। এখন বাজারে মন্দা। কেউ ডাকে না। মোটিভেশনাল স্পিচের খ্যাপ না পাইয়া আবেদ মাহমুদের শো-তে যাইতে হয়। আমাদের কথার দাম একটু বাড়ালে বেশ উপকার হয়। যেন কম শো-তে বেশি দাম পাইতে পারি।'

দুখন ও অশান্তের কথার সাথে একাগ্রতা প্রকাশ করেন যায়মান বাদিক। দুজনের একই কথাকে একটু ভিন্নভাবে বলে নিজের বক্তব্য জানান তিনি।

এদিকে মোটিভেশনাল স্পিকারদের পাশাপাশি কথার দাম বাড়ানোর দাবি জানান কিছু সাধারণ মানুষও। আম পাবলিকের পক্ষে একজন আত্মগোপনে থেকে বলেন, ‘এদেশে কথার দাম তো নাই খালি আমাগো। অন্যান্যদের অল্প হইলেও দাম আছে। আমরা তো কথা কইলে আরো জরিমানা দেয়া লাগে, গ্রেফতার হওয়া লাগে। আমাদের বিষয়টা যদি একটু দেখতেন।'

৩১১ পঠিত ... ১৫:৫৯, জুন ০২, ২০২১

Top