অর্থ মন্ত্রণালয়কে লটারি জেতার গোপন টিপস দিলেন জসিম

৯৬৬ পঠিত ... ১৬:৩৩, জুন ১৩, ২০২০

সঙ্কটকালীন ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেটের ৬৬ শতাংশই রাজস্ব আয় থেকে যোগানোর ভাবনাকে অর্থনীতিবিদরা ‘অবাস্তব’ বলেছে। এমন আলোচনায় অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল নিজের পরাবাস্তব জবাবে বলেন, 'বাজেটের টাকা কীভাবে আসবে সে চিন্তা আমি করিনি।'

অর্থমন্ত্রীর এই বিষয়ে ভাবনা না থাকলেও ভাবনা আছে চিত্রনায়ক জসিমের। পরাবাস্তব এক জগৎ থেকে জসিম অর্থমন্ত্রণালয়কে লটারির টিকেট কেনার ভাবনা করার পরামর্শ দিয়েছেন। একই সাথে লটারি জেতার বেশকিছু নিনজা টিপসও দিয়েছেন তিনি। এ বিষয়ে স্বপ্রণোদিত হয়েই জসিম বলেন, 'আমিও ডাক্তারকে মায়ের অপারেশন শুরু করার কথা বলতাম, টাকা কোথা থেকে আসবে ভাবতাম না। এরপর তো জানেনই, ঠ্যালা গাড়ি, রিক্সা চালায়া, লটারি ধরেই টাকা ম্যানেজ কইরা ফেলতাম। অর্থমন্ত্রী নিশ্চয়ই আমার সিনেমা দেখেই এমন সাহস পেয়েছেন। সো, তাকে হেল্প করা আমার দায়িত্বের মধ্যে পড়ে।'

ঠ্যালাগাড়ি, রিক্সা চালানোর মতো বাস্তব পরামর্শ না দিয়ে লটারি জেতার মতো রিস্কি পরামর্শ কেন? আমাদের এমন প্রশ্নে জসিম জানান, 'এইটাই সবচেয়ে শর্ট ওয়ে। আপনারা আমার সিনেমাগুলো খেয়াল করলে দেখবেন, এই সিস্টেমেই আমি সবচেয়ে শর্টেস্ট টাইমে বড়লোক হয়েছি। ঠ্যালাগাড়ি বা রিকশা চালিয়ে সিনেমার স্ক্রিনটাইম হিসাবে লাগতো পাঁচ মিনিট। সেখানে লটারি জিতলে একেবারে রাতারাতি। কামাল ভাইয়ের জন্যও আই থিংক সেটাই বেটার হবে।'

ঠিক কীভাবে আপনার মতো লটারি জিতে রাতারাতি বড়লোক হওয়া যেতে পারে, জানতে চাইলে জসিম বলেন, 'এজন্য প্রথমে যে কাজটা করতে হবে, লটারিৎ টিকিট কিনতে হবে। তারপর গল্পকার বা পরিচালককে বলতে হবে আমাকে জিতায়ে দেন। ব্যস, এই তো জিতে গেলেন... হা হা হা...'

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একটি ভ্যারিফায়েড ফেক একাউন্টের সাথে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'জসিম ভাইয়ের সাথে এ ব্যাপারে কথা হইছে। জসিমের পাশাপাশি আমরা হ্যাট থেকে খরগোশের বদলে টাকা বের করতে পারা যাদুকরও নিয়োগ দেয়ার পরিকল্পনা নিয়েছি। মানি হাইস্টের টিমটার সাথেও কথা হচ্ছে।'

আমরা ফিরতি আরো কিছু প্রশ্ন টাইপ করার সময় অন্য একটি মেসেজে অর্থ মন্ত্রণালয় জানায়, 'ভাল্লাগতেছে না ভাই। নির্ভাবনায় থাকতে চাই। আপনারাও প্লিজ ভাবা বন্ধ করেন, তাইলে আমাদেরও আর ভাবতে হয় না।'

৯৬৬ পঠিত ... ১৬:৩৩, জুন ১৩, ২০২০

Top