অর্থমন্ত্রীর সঙ্গে নিজেদের মিল খুঁজে পেলেন তরুণরা, টাকা কোত্থেকে আসবে ভাবেন না তারাও

৯৪৭ পঠিত ... ০০:১৫, জুন ১৫, ২০২০

দেশের মন্ত্রী, এমপি ও পলিটিশিয়ানদের সাথে কোনভাবেই নিজেদের মেলাতে পারে না এদেশের তরুণরা। কোটি টাকার বাড়ি গাড়ি আর প্রোটোকল নিয়ে কোটি টাকার হিসেব করা মন্ত্রীদের মনে হয় অন্যকোন গ্রহের বাসিন্দা। সম্প্রতি অতীতের সব রেকর্ড ভেঙ্গে আমাদের অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল যেন নেমে এসেছেন আমাদের মাঝে, চিন্তা করছেন তরুণদের মতো করে। সম্প্রতি আয় আর ব্যয়ের খাতে সামঞ্জস্য না থাকা বাজেটকে অর্থনীতিবিদরা অবাস্তব আখ্যা দিলে তিনি বলেন, সঙ্কটকালীন বাজেটে খরচের খাত রেখেছি প্রচুর, টাকা কোথা থেকে আসবে ভাবিনি।

অর্থমন্ত্রীর এমন নির্ভাবনাই মুগ্ধ করেছে তরুণদের। দেশের সর্বপ্রথম তরুণবান্ধব মন্ত্রীর আখ্যাও দিয়ে দিচ্ছেন অনেকে। এমনই এক তরুণ eআরকিকে বলেন, 'এই প্রথম কোন মন্ত্রীকে নিজের সঙ্গে রিলেটেবল বলে মনে হলো। আমরাও ভাবনা ছাড়া এমন নানান বাজেট দিয়ে দেই। ট্যুরের কথা হইলেই যাওয়া কনফার্ম, টাকা কোত্থেকে আসবে ভাবি না কখনো। বৃহস্পতিবারের পার্টি শনিবারেই ঘোষণা করে দেই। পকেটে না থাকলেও কাচ্চি খেতে বেরিয়ে পড়ি, পরে ক্যামনে ক্যামনে জানি টাকা ম্যানেজ হইয়া যায়।'

তবে অর্থমন্ত্রীর এমন নির্ভাবনার সিদ্ধান্তে খুশি ব্যাকবেঞ্চাররাও। এক ব্যাকবেঞ্চার বলেন, 'সেকেন্ড ইয়ার নিয়া আমরাও নানান স্বপ্ন দেখি, কিন্তু পরীক্ষার খাতায় লেখা কোথা থেকে আসবে ভাবি না। ব্যাকবেঞ্চারদের মতো চিন্তা করে তাদেরকে সম্মানিত করার জন্য অর্থমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।'

বাজেটে আয়ের উৎস নিয়া নির্ভাবনায় থাকার সিদ্ধান্তের কারণে কোনরকম চিন্তা না করার জন্য বলেন অনেকে। মন্ত্রীকে অভয় দিয়ে একজন বলেন, 'ইতিহাস সাক্ষী, টাকা ম্যানেজ হইয়া যায়। কোনোমতে আগায় যাওয়াটাই মেইন। সারাজীবন তো এমনেই চললাম...'

'সহমত ভাই' স্কোয়াডের এক জুনিয়র সদস্য এতটাও নির্ভাবনায় না থাকার পরামর্শ দিয়ে বলেন, 'টাকা না থাকা সত্ত্বেও ট্যুরে নাম লেখানো পোলাপানের লাইগা পুরা ট্যুরই মাঝে মাঝে ক্যান্সেল হইয়া যায়। তাই এ ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রীকে দৃষ্টি রাখতে অনুরোধ করছি।'

স্কোয়াডের এক জুনিয়র মেম্বারকে চুপ থাকতে বলে এক সিনিয়র সহমত ভাই বলেন, 'আরে ধুর বেটা, ভাল্লাগতেছে না আজকে। চল শাকুরার দিকে যাই, টাকা নাই বাট ম্যানেজ হইয়া যাইব... যাইয়া বসি আগে...'

৯৪৭ পঠিত ... ০০:১৫, জুন ১৫, ২০২০

Top