বাজেটে বাড়লো বিদেশি কসমেটিকসের দাম, জিঞ্জিরায় আনন্দ উৎসব

৯৮৬ পঠিত ... ১৪:০০, জুন ০৫, ২০২১

jinjira-cosmetics

৫০তম জাতীয় বাজেটে আমদানিকৃত বিদেশি প্রসাধনীর উপর শুল্কের পরিমাণ বাড়ানো হয়েছে। এতে দেশের বাজারে বিদেশি প্রসাধনীর দাম বাড়বে আগের চেয়ে। এমন খবরেই আনন্দের বন্যা বয়ে যাচ্ছে জিঞ্জিরার প্রতিটি বিদেশি প্রসাধনী প্রস্তুতকারক ফ্যাক্টরিতে।

দাম বাড়ায় বিক্রি বাড়ানোর দিকে নজর রয়েছে তাদের। এতে কর্মঘন্টা বাড়লেও বাড়তি টাকা পাওয়ার আশায় কাজ করে যাচ্ছে সবাই। এমনই একজন শ্যাম্পু নির্মাতা লরিয়েল শ্যাম্পুতে বুড়িগঙ্গার ফেনা ঢুকাতে ঢুকাতে বলেন, 'দাম বাড়ছে দেইখা ভালো জিনিস দিতাছি। আগে তো নালার ফেনা দিতাম। দাম বেশি দিবেন, জিনিসটা ভালো পাওয়া তো আপনাদের অধিকার।'

জিঞ্জিরার ইতালিয়ান পাড়ায় গিয়ে সেখানে কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। একটি ইতালিয়ান বডি স্প্রে প্রস্তুতকারণ প্রতিষ্ঠান বলেন, 'দাম বাড়ার খবরে আমরা কেরোসিন, ডিজেলের ফ্লেভারের বডি স্প্রে নিয়ে আসছি। বাংলাদেশি ইতালিয়ান কসমেডিকস লাভারদের জন্য এটা আমাদের নতুন বাজেটের উপহার। এই জিনিস স্বয়ং ইতালিও এখনো বাজারে আনতে পারে নাই।'

দাম বাড়ানোর এই খবর প্রচারে ভালো মার্কেটিং স্ট্রেটেজি হাতে নেবেন বলেও জানান তারা। দেশের মানুষের কাছে অনুরোধ করে তারা বলেন, 'আমরা আমাদের কাজ করতেছি, আপনারা আর একটা বয়কটের ডাক দিলে মার্কেটিং বুস্টটাও পাইয়া যাই। এরপর ইনশাল্লাহ, দেশের প্রতিটি ঘরে ঘরে আমরা একজন করে বিদেশি কসমেটিকস লাভার দিতে পারবো।'

৯৮৬ পঠিত ... ১৪:০০, জুন ০৫, ২০২১

Top