বরিস জনসনের বিয়েতে দাওয়াত না পাওয়ায় ক্ষুব্ধ সিলেটবাসী

৬৭২ পঠিত ... ১৬:০৬, মে ৩১, ২০২১

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার বাগদত্তা ক্যারি সিমন্ডসকে ওয়েস্টমিনিস্টার ক্যাথেড্রালের এক গোপন অনুষ্ঠানে বিয়ে করেছেন বলে যুক্তরাজ্যের গণমাধ্যমগুলোতে খবর বেরিয়েছে। শনিবার খুব ঘনিষ্ঠ কিছু আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে এই বিয়ের অনুষ্ঠানটি হয় বলে জানা গেছে।

biris-jonson-sylhet

এদিকে বরিসের বিয়ের ছবি নিউজে প্রকাশ হওয়ার পর থেকেই সিলেটের কিছু বাসিন্দাদের মনে চাপা আক্ষেপ টের পাওয়া গেছে। অনেকেই জানান, এভাবে না জানিয়ে দাওয়াত না দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বিয়ে করে ফেলবেন, ভাবতেই পারেননি তারা।

মাহফুজ নামের এক তরুণ জানান, 'ব্রিটিশ প্রধানমন্ত্রী তো লন্ডনেরও প্রধানমন্ত্রী। আর সেই হিসেবে একটা আত্মীয়তার সম্পর্ক তো থাকেই। ফেসবুকে অনেক বন্ধুই দাওয়াত না দিয়ে হঠাৎ বিয়ের ছবি পোস্ট করেছে, হুট করে বিয়ে হয়ে যাওয়ায় দাওয়াত দিতে পারেনি বলেছে। সেগুলো এত খারাপ লাগেনাই, বরিস ভাইয়ের বিয়ের খবরে আজ যতটা খষ্ট পাইলাম।'

দীর্ঘশ্বাস ফেলে সুমন নামের আরেক সিলেটী তরুণ বলেন, 'অন্তত মেসেঞ্জারে একটা কার্ড দিতে পারতো। এত দূরে বিয়ে, সো বিয়েতে তো আসলে যেতাম না। তবু দাওয়াত না পেয়ে খুবই আপসেট।'

সোনিয়া নামের এক সিলেটী তরুণী বলেন, 'নয়া দামান গানের নাচটা ওই ভাইরাল হওয়া দুইটা মেয়ের চেয়েও ভালো তুলসি। বরিস ভাই বিয়ের ব্যাপারটা জানালেই হলুদে নেচে আসতাম। ব্যাপার না, উনারই লস হইলো।'

biris jonson hut kore

শ্রীমঙ্গলের সুমাইয়া বলেন, 'আমার বান্ধবীরা যতজন বলছে যে পরে বড় প্রোগ্রাম করে দাওয়াত দেবে, কেউই পরে আর নক পর্যন্ত দেয়নি। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে এই আচরণ আশা করা যায় না। আর কিতা কইতাম রে বা...'

এ ব্যাপারে বরিস জনসনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গুনগুন করে নয়া দামান গাইতে গাইতে বলেন, 'আসলে হুট করেই বিয়েটা হয়ে গেলো, কাউকেই জানাতে পারিনি। নেক্সট টাইম লন্ডনে বড় করে প্রোগ্রাম করার পাশাপাশি সিলেটেও আরেকটা আলাদা প্রোগ্রাম করার ইচ্ছা আছে।'

৬৭২ পঠিত ... ১৬:০৬, মে ৩১, ২০২১

Top