নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসছে চীনা রকেট, তবে ঝুঁকিমুক্ত ছাত্রলীগ

১২০১ পঠিত ... ১৪:৩৫, মে ০৫, ২০২১

chhatroleague-china-rocket

গত ৫ মে চীনের হেনান প্রদেশ থেকে একটি রকেট পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। কিন্তু উৎক্ষেপনের পর রকেটটি থেকে নিয়ন্ত্রণ হারায় গ্রাউন্ড স্টেশন। এই মুহূর্তের পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা রকেটের ১০০ ফুট লম্বা একাংশ যেকোনো সময় পৃথিবীতে আঁছড়ে পড়তে পারে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সারা পৃথিবীই কিছুটা ঝুঁকিতে রয়েছে। তবে এ বিপদ থেকে একেবারেই ঝুঁকিমুক্ত আছে ছাত্রলীগ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষক এমনটা নিশ্চিত করে একটি ফেক আইডি থেকে বলেন, 'ওই ছেলেগুলা বেশ সচেতন। অনেকেই নাকি শুনেছি সবসময় হেলমেট পরে থাকে। ওদের কোন চিন্তা নেই। রকেট ওদের মাথার উপর পড়লেও ওদের তেমন কিছু হবে না।'

সচেতনতার দিক থেকে ছাত্রলীগের সোনার ছেলেদের আদর্শ মানছেন অন্যান্য গবেষকরাও। পাশাপাশি ছাত্রলীগের পতাকাতলে (পড়ুন হেলমেটতলে) আশ্রয়ও চেয়েছেন অনেকে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষক নিজের ফেক আইডি থেকে জানান, 'পৃথিবীর দিকে ধেয়ে আসা এই বিপদ থেকে বাঁচতে হলে ছাত্রলীগে যোগদান করতে হবে। আমি আমার ছেলে, ভাতিজা ও ভাগিনাকে ইতোমধ্যে ছাত্রলীগে যোগ দিতে পাঠিয়েছি। নিজেও যোগ দিবো। দ্রুত হার্ভার্ড ছাত্রলীগ শাখা খোলার ব্যাপারেও কাজ করবো।'

এছাড়া ছাত্রলীগের দূরদর্শিতার প্রশংসা করে তিনি বলেন, 'দেখুন, চীন থেকে আসা যেকোনো ঝুঁকি থেকেই কিন্তু হেলমেট সুরক্ষা দিতে পারে। সবসময় হেলমেট পরে থাকলে করোনা কিংবা রকেট, কিছুই আপনার ক্ষতি করতে পারবে না। আর ভাইয়েরা তো বাইক চালানো বাদে অলমোস্ট সবসময়ই হেলমেট পরেন। এমন বিচক্ষণতা পৃথিবীতেই বিরল।'

ছাত্রলীগের পক্ষ থেকে সম্পূর্ণ অনির্ভরযোগ্য সূত্র থেকে জানানো হয়, 'আসন্ন বিপদের কথা চিন্তা করে ছাত্রলীগ আন্তর্জাতিক সদস্য নেয়ার কাজ হাতে নিয়েছে। বিশ্বের যেকোন প্রান্ত থেকে ছাত্রলীগে যোগ দিলেই স্টার্টার প্যাক হিসেবে একটা হেলমেট, একটা হাতুড়ি ও একটা হকিস্টিক গিফট দেয়া হবে।'

চীনের ধেয়ে আসা রকেটের দিকে হুশিয়ারি উচ্চারণ করে ছাত্রলীগের অক্সফোর্ড শাখার সভাপতি বলেন, 'খালি আয়, রকেট-ফকেট যাই হোক। কলিজা টাইনা ছিইড়া ফেলবো।'

১২০১ পঠিত ... ১৪:৩৫, মে ০৫, ২০২১

Top