সবচেয়ে আবেদনময় টেকোর তালিকায় নেই আবুল হায়াত, ক্ষুব্ধ বাঙালির জরিপ বর্জন

৫৫৬ পঠিত ... ১৭:৪৭, এপ্রিল ০১, ২০২১

কিছুদিন আগে ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’ বিশ্বের সেরা আবেদনময় টাক মাথার পুরুষ নির্বাচনের এক জরিপ চালান। সেখানে সেরার খেতাব পান প্রিন্সের ডায়নার বড় ছেলে প্রিন্স উইলিয়ামসন। দ্য সানের এই জরিপ কোনভাবেই মেনে নিতে পারেননি দ্য রক খ্যাত ডোয়াইন জনসনসহ আরো অনেকে। রকের পাশাপাশি প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশিরাও।  

Teko

দেশের ৩ প্রজন্মের প্রিয় টেকো আবুল হায়াতকে এই খেতাব না দেয়ায় জরিপ বর্জন করে নিজেদের ক্ষোভ ঝেড়েছেন বাংলাদেশিরা। এমনই একজন বলেন, ‘আবুল হায়াত আঙ্কেল ছাড়া অন্য কেউ কীভাবে সেরা টেকো কীভাবে হয়? তিনি আমাদের কয়েক প্রজন্মের ভালোবাসার টেকো। তিনি আমার বাপের প্রিয় টেকো ছিলেন, মায়ের প্রিয় টেকো ছিলেন, আমার তো ছিলেনই। আমার ছেলেরও প্রিয় টেকো হায়াত আঙ্গেল।’

নিজের টেকো মাথার সন্তানকে দেখিয়ে এই আবুল হায়াত ভক্ত বলেন, ‘হায়াত আঙ্কেলকে ভালোবেসে আমার সন্তানও সবসময় এভাবে টেকো হয়ে থাকে।’ 

বিশ্বের আবেদনময় টেকো হিসেবে জনি সিন্সের নামও প্রস্তাব করেছেন একজন। তাকে ধমক দিয়ে পাশ থেকে একজন বলেন, ‘শুধু চেহারা দেখলে হবে না, বিশ্বস্ততাও দেখতে হবে। জনি সিন্সের কথায় কোন কিছু কিনছোস কোনদিন? অথচ হায়াত আঙ্কেলের আবেদনে (কথায়) দেশের কত মানুষ যে গরু মার্কা মারা ঢেউ টিন কিনছে তার কোন হিসাব নাই। আবুল হায়াত শুধু আবুল হায়াত না উনি একটা অনুভূতির নাম।’ 

এ জরিপের বিষয়ে আবুল হায়াতের প্রতিক্রিয়া জানতে চাইলে তাকে খুঁজে পাওয়া যায়নি। তবে আবুল হায়াতের একটি ফেক পেজের এডমিন জানান, ‘ওইসব সান টানের খেতাবে আমার কিছু আসে যায় না। দেশের মানুষ আমাকে ভালোবাসে তা আমি জানি। আমার ওই ভালোবাসাটুকুই দ্য সান, দ্য সূর্য সব।’

দ্য সানের জরিপের বিষয়ে তিনি আরো বলেন, ‘জরিপ যেটা খারাপ তা নিয়ে আলোচনা একটু বেশিই।’ 

৫৫৬ পঠিত ... ১৭:৪৭, এপ্রিল ০১, ২০২১

Top