আগে ঢুকে দেখান : করোনাভাইরাসকে ঢাবির গর্বিত মাস্কের ওপেন চ্যালেঞ্জ

১৩৯৩ পঠিত ... ১৬:৩৬, জুন ১০, ২০২০

বিশ্বে করোনাভাইরাস মহামারিতে মাস্ক শিল্পে ঘটে গেছে দারুণ এক বিপ্লব। হরেক ডিজাইনের ইনোভেটিভ মাস্কের নানান স্টার্টআপ শুরু হয়ে যাচ্ছে যখন তখন। এই সুযোগে মাস্ক নিজেকে পৃথিবীর অন্যতম রয়েল ফ্যামিলির আওতাধীনও করে ফেলেছে। সম্প্রতি মাস্কের এক গর্বিত সম্প্রদায় চান্স পেয়ে গেছে প্রাচ্যের অক্সফোর্ড, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সুযোগ পাওয়ার সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্বিত লোগো সম্বলিত এই মাস্ক ফেসবুকে 'গর্বিত মাস্ক' একাউন্ট থেকে #গর্বিতঢাবিয়ান সহযোগে 'পাইলাম আমি ইহাকে পাইলাম' লিখে পোস্ট দেয়।

কিন্তু ওই পোস্টের নিচে কমেন্ট করেন করোনাভাইরাস নিজেই। সাধারণ কাপড়ের তৈরি এই গর্বিত ঢাবিয়ান মাস্কের সমালোচনা করে করোনাভাইরাস বলেন, 'সাধারণ কাপড়ে ঢাবির লোগো লাগালেই করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে না। অক্সফোর্ড, হার্ভার্ডের আইডি কার্ড বুকে লাগিয়েও অনেকে আমাদের দ্বারা সংক্রমিত হয়েছে।'

করোনাভাইরাসের এমন কমেন্টে গর্বিত হুডি, গর্বিত ব্যাগ, গর্বিত ছাতা, গর্বিত ক্যাপ, গর্বিত টি-শার্ট, গর্বিত চাবির রিংসহ ঢাবির এমন গর্বিত তিন হাজারের বেশি একাউন্ট থেকে অ্যাংরি রিএ্যাক্ট পড়ে। গর্বিত ঢাবিয়ান মাস্ক করোনাভাইরাসের কমেন্টের রিপ্লাইতে 'আগে ঢুকে দেখান' লিখে চ্যালেঞ্জও ছুড়ে দেয়। চ্যালেঞ্জ ছুড়ে দেয়া এই কমেন্টে বিভিন্ন গর্বিত ঢাবিয়ানের আরও 3K লাভ রিএ্যাক্ট দেখা যায়।

কমেন্টের রিপ্লাইয়ে গর্বিত হুডি এসে বলেন, 'ঢাবিতে চান্স না পেয়ে হতাশ এই করোনাভাইরাস ভাবছিলো গর্বিত মাস্ক ভাইকে টেক্কা দিবে। এই ব্যাটা মেবি আমাদের গর্বিত লালবাস ভাইকে দেখেনি! মনের সুখে ইচ্ছেমত যখন তখন যেকোন রুটে যাওয়ায় ক্ষমতা শুধু লাল বাসের আছে, আর কারও নাই। করোনাভাইরাস যেই রং-রাইট যেই রুটেই ঢুকতে যাবে, সেই রুটে গিয়েই মাস্ক ভাই কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।'

গর্বিত হুডির এই কমেন্টে লাভ রিএ্যাক্টের পাশাপাশি 'সহমত ভাই' লিখে কমেন্ট করেন গর্বিত ক্যাপ।

গর্বিত ব্যাগ এসে উক্ত কমেন্টের রিপ্লাইতে বলেন, 'মেধাবীদের মাস্ক তো আর সাধারণদের মাস্কের মতো হতে পারে না। মাস্ক দেখেই বোঝা যাওয়া দরকার সে মেধাবী কিনা, চান্স পেয়েছে কিনা। সবে তো যাত্রা শুরু হলো। দ্রুতই আমরা বাজারে গর্বিত পিপিপি, গর্বিত ভ্যান্টিলেটর নিয়ে আসবো। #প্রাউডটুবিঢাবিয়ান।'

একই কমেন্টের রিপ্লাইতে 'লাইফ ইজ ওয়ান, গড ইজ ওয়ান, নাম্বার ওয়ান ঢাবিয়ান' লিখে কমেন্ট করেন গর্বিত ছাতা।

১৩৯৩ পঠিত ... ১৬:৩৬, জুন ১০, ২০২০

Top