চট্টগ্রামে আবিষ্কৃত হলো নৃত্য পারদর্শী 'ড্যান্সমাস্টার' ম্যানহোলের ঢাকনা

৬৬৮ পঠিত ... ২১:১৭, নভেম্বর ১৯, ২০১৯

খ্যাতনামা ড্যান্সারদেরকে আপনারা সবাই নাচতে দেখেছেন। কিন্তু কখনো কি ম্যানহোলের ঢাকনাকে নাচতে দেখেছেন? এই অদ্ভূত ঘটনাটিই ঘটেছে চট্টগ্রাম শহরে। রেডিসন ব্লুর সামনের রাস্তায় ওয়াসার একটি ম্যানহোলের ঢাকনাকে কোন রকম গান ছাড়াই মনের সুখে (দুঃখেও হইতে পারে, আমরা জানি না) নাচতে দেখা যায়। এই ঢাকনা কেন নাচছে, কিভাবে নাচছে, তার কারণ জানা যায়নি।

 

সাফায়াত হোসেন পিয়াস eআরকি করেন গ্রুপে ভিডিওটি পোস্ট করেন। এটি দেখে অনেকেই ধারণা করেন, ঢাকনাটি মূলত মাইকেল জ্যাকসনের ফ্যান। তবে অনেকেই ভাবছেন, ওই এলাকার সুন্দর রাস্তাটা যেন ওয়াসা এসে না কাটে, সেজন্য ওয়াসার লোকদের ভয় দেখাতে সে এই কাজ করতে পারে। ম্যানহোল হলে কি হবে, তাদেরও তো আবেগ আছে!

কেন নাচছে ঢাকনাটি? মনে কিসের আনন্দ তার? জানতে আমাদের চট্টগ্রাম প্রতিনিধি ছুটে যান ম্যানহোলটির কাছে (ম্যানহোলকে ডাকলেও তার তো আর আসার সুযোগ নেই!) ম্যানহোলের ঢাকনার কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি আপন শক্তিতে নেচে উঠে বলেন, 'ভাই, জন্মাইছি ম্যানহোলের ঢাকনা হইয়া, চুরি হইয়া যাওয়াই তো আমার নিয়তি! অথচ অনেকদিন হইয়া গেলো এইখানে আছি, এখনো চুরি হই নাই! নাচার জন্য এই আনন্দ কী কম, বলেন?'

এভাবে কন্সট্যান্টলি নাচতে থাকার একটা সুবিধাও জানালেন এই ঢাকনা, 'কেউ যদি আমারে চুরি করতে আসে, ভূতুড়ে জায়গা ভাইবা যাইবো গা... হাহাহা'। এই পর্যায়ে হাসতে হাসতে জনাব ঢাকনা আবারো নেচে ওঠেন।

ঢাকনার এই নাচ দেখে অবশ্য নড়েচড়ে বসেছেন ভূত গবেষক রাসেল ভাই। ম্যানহোলের ঢাকনাটি নিয়ে রেডিও পূর্তিতে একটি শো করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এছাড়াও ডিসকভারি থেকে হন্টেড টিমের একটি দল এখানে এসে গবেষণা করতে চায় বলেও শোনা গেছে।

৬৬৮ পঠিত ... ২১:১৭, নভেম্বর ১৯, ২০১৯

Top