ব্রিজ না, এটা ছিল ব্রিজের ট্রায়াল: নির্মাণের আগেই ভেঙে পড়া ব্রিজটির কন্ট্রাকটর

১২২৪ পঠিত ... ১৭:৫৪, মার্চ ০৩, ২০২১

bridge-(2)

সুনামগঞ্জের আঞ্চলিক সড়কে ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি ব্রিজ নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়ে। তবে ব্রিজ ভেঙ্গে পড়লেও ভেঙ্গে পড়েননি ব্রিজটির কন্ট্রাকটর। সিনা টানটান করে তিনি eআরকিকে বলেন, 'ওটা ব্রিজ ছিল না, ওটা ছিল ব্রিজের ট্রায়াল। মাত্র ১৬ কোটি টাকায় ব্রিজ হয় নাকি! ট্রায়ালের মাধ্যমে বুঝলাম, ব্রিজটি যতদিন অক্ষত রাখতে চাই, প্রতি দিনের জন্য ১৬ কোটি করে খরচ করতে হবে।'

ব্রিজের ট্রায়াল হয়, এমন তো আগে কখনো শুনিনি। বিষয়টি একটু 'ভেঙ্গে' বলবেন? আমাদের এমন জিজ্ঞাসায় তিনি বলেন, 'ভ্যাকসিনের যদি এতগুলা ট্রায়াল হইতে পারে, ব্রিজের হইতে সমস্যা কী? আগে হয়নি বলে হতে পারবে না এমন তো কোন কথা নেই। দেশে ডিজিটাল হইছে, ব্রিজেরও ট্রায়াল হবে। প্রথম ট্রায়ালে না হইলে আমরা সেকেন্ড ট্রায়াল করবো, তাতেও না হইলে আবার বাজেট আনাবো। সমস্যা তো নাই! দেশ এখন উন্নয়নশীল!'

এ পর্যায়ে তিনি একজন কবিকে উদ্ধৃত করে বলেন, 'একবার না পারিলে দেখো শতবার।'

Bridge-min

তবে মোটিভেশনের অভাবেও ব্রিজটি ভেঙে পড়তে পারে, এমন আশঙ্কা প্রকাশ করে তিনি আরও বলেন, 'ভবিষ্যতে ব্রিজের বাজেটের পাশাপাশি ভেঙ্গে পড়া রোধে একজন মোটিভেশনাল স্পিকারের বাজেটও রাখতে হবে। স্পিকার কোনটা ভালো হবে? সনি সাদিক নাকি এলজি সুখন?'

এদিকে নির্মাণের আগেই ব্রিজ ভেঙ্গে পড়ায় এলাকাবাসীর মাঝে উচ্ছ্বাস লক্ষ করা গেছে। কন্ট্রাকটরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে এলাকাবাসী জানায়, 'ব্রিজ তো চালু হওয়ার পরও ভেঙ্গে পড়তে পারতো। তখন মানুষও মরতে পারতো। ব্রিজহানি হলেও কন্ট্রাকটর সাহেবের কৃপায় প্রাণহানি তো হয়নি। এমন মহানুভব কন্ট্রাকটরই তো চাই আমাদের।'

দেশের অন্যান্য কন্ট্রাকটরদের প্রতিও অনুরোধ জানিয়ে এলাকার একজন বলেন, 'অন্যরা এখান থেকে শিক্ষা নিতে পারেন। ব্রিজ যদি ভেঙ্গেই পড়ে তাহলে এমনভাবে বানাবেন যেন চালু হওয়ার আগেই ভাঙে। তাহলেই দেশ ও দশের কল্যাণ।'

১২২৪ পঠিত ... ১৭:৫৪, মার্চ ০৩, ২০২১

Top