যশোর রোডের গাছ কাটলেই কমবে গরম, জানাল বনবিভাগ

৬৪ পঠিত ... ১৭:৫৩, মে ০৬, ২০২৪

27

যশোরে প্রায় ২ হাজার ৪৪টি বড় গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। চারিদিকে যখন গাছ লাগানোর কথা বলা হচ্ছে তখনই এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ সম্পর্কে বনবিভাগের ভুয়া ফেসবুক আইডিতে বলা হয়েছে, ‘গাছ লাগালে নয় বরং যশোর রোডের গাছ কাটলেই কমবে গরম।‘

বিষয়টির বৈজ্ঞানিক ব্যাখ্যা করতে গিয়ে বনবিভাগের এক কর্মকর্তা লাঞ্চের পর আমাদের বলেন, ‘বেশি গাছ থাকলে হাওয়া চলাচল করতে পারে না, যার ফলে ঝড় বয়ে গেলেও নিচের পরিবেশে কোনো হইচই দেখা যায় না। ঠিকঠাকমতো হাওয়া চলাচল করার স্বার্থেই গাছগুলোকে কাটতে হচ্ছে। পাশাপাশি এই গাছগুলো বিক্রি করে আসা টাকা আমাদের বনবিভাগের সিনিয়রদের মাথা ঠান্ডা করতেও ব্যাপক কাজে লাগবে। তাই আপাত দৃষ্টিতে কিছু গাছ কাটা পড়ছে মনে হলেও এর উপকারিতা অনেক বেশি।’

অন্যদিকে এই ঘটনা জানার পর যশোর রোড কবিতার স্রষ্টা অ্যালেন গিন্সবার্গ যশোর ডেসার্ট নামের নতুন আরেকটি কবিতা লেখার কথা জানিয়েছেন। আমাদের সম্পাদকের গোপন হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই কবিতার কিছু লাইন লিখেও পাঠিয়েছেন কবি, লাইনগুলো নিচে দেওয়া হলো।

 

কাটিব গাছ

খাইব মাছ

এই তো মোদের জীবন

মরু হবে দেশ

বেশ বেশ বেশ

গাছগুলো করো দাফন 

৬৪ পঠিত ... ১৭:৫৩, মে ০৬, ২০২৪

Top