নিজেদের জন্য আলাদা শিলাবৃষ্টি চান আমলারা

২০১ পঠিত ... ১০:৪২, মে ০৭, ২০২৪

13

আমলা মানেই সর্বসাধারণের বাইরে অনন্য কিছু। গবেষণা বলে, গ্রহ উপগ্রহের অন্য কোনো প্রাণীই তাদের প্রতিভার কাছাকাছি নেই। ঠিক এ কারণেই তারা বাস করেন সমাজের হায়ার্কিতে। তবে এই আমলা হওয়ার রাস্তাটাও কিন্তু সহজ ছিলো না। অত্যন্ত বন্ধুর পথ পেরিয়ে তারা পোঁছেছেন সমাজের শিখরে। ক'দিন আগেই নিজেদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপন করার মতো যৌক্তিক দাবি তুলেছিলেন আমলারা। দেশের কিছু অশিক্ষিত মানুষ এ নিয়ে হাসাহাসি করলে বিষয়টি গভীর গুরুত্বের সাথে বিবেচনা করছেন শিক্ষিত নেটিজেনরা।

এ ব্যাপারে পল অ্যাট্রেডিস নামের এক সমাজবিজ্ঞানী বলেন, আমলার সন্তানেরা অন্য আট দশ জন বাবা-মা'র সন্তানের চেয়ে আলাদা হবে, এটাই স্বাভাবিক। বরং তারা যে এতদিন অন্য সবার সাথে একই বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, একই ক্লাসরুমে বসেছে, একই টয়লেট ব্যবহার করেছে—এ তাদের বিনয় ছাড়া আর কী!

শুধু বিশ্ববিদ্যালয়ই নয়, আমলাদের জন্য চিন্তা করা হচ্ছে আলাদা বিভাগ, শহর,  শপিং মল থেকে শুরু করে আলাদা যানবাহনও। তবে এক ঝড় কাটতে না কাটতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও চায়ের কাপে ঝড় তুললো জনৈক আমলার বক্তব্য।

eআরকির এই আমলা দাবি করেন,  নিজেদের জন্য আলাদা শিলাবৃষ্টি চান তারা। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের পাশাপাশি ধীরে ধীরে শুরু হয়েছে কালবৈশাখীর তান্ডবও। মাঝে মাঝে শিলাবৃষ্টির কথাও শোনা যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। তবে আমলাদের জন্য আলাদা শিলাবৃষ্টি চাওয়ার ব্যাপারটি বিস্ময় হয়ে দাঁড়িয়েছে আবহাওয়াবিদসহ সাধারণ মানুষের কাছে।

প্রাক্তন আবহাওয়াবিদ কাদের আজাদ বলেন, কষ্ট হলে অসম্ভব ব্যাপার নয় এটি। আকাশকে কয়েক অংশ বিভক্ত করার প্ল্যান চলছে। প্রত্যেক অংশের XX° এক্সিস বরাবর ৪৯ ডিগ্রী দক্ষিণ পশ্চিম হতে ৯৭ডিগ্রী পর্যন্ত জায়গাজুড়ে যতটুকু শিলাবৃষ্টি পড়বে তা শুধু আমলাদের। এই শিলাবৃষ্টি ধরা, ছোঁয়া, এমনকি ছবি তোলাও দন্ডনীয় অপরাধ....

এসব আলোচনায় অতিষ্ঠ হয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক আমলা বলেন, ধুর মিয়া, বাদ দেন তো আকাশ ভাগাভাগি। আমার পাশের বাসায় শিলা-বৃষ্টি নামে দুই বোন থাকে, আমি তো ভাবছি... এ অবস্থায় স্ত্রীকে গরম খুন্তি নিয়ে এগিয়ে আসতে দেখলে মিইয়ে যান তিনি।

২০১ পঠিত ... ১০:৪২, মে ০৭, ২০২৪

Top