বাংলাদেশ-ভারত ম্যাচের দিন পাঠানো বিকাশের টাকা ইংল্যান্ডে পৌঁছেছে আজ সকালে

৭০২ পঠিত ... ২২:১৩, জুলাই ১০, ২০১৯

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ভারত যেন হেরে যায় সেজন্য বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাঠানো হয়েছিল বিকাশে। অথচ সেদিন টাকা পাঠানো সকল বাংলাদেশির মুখে চুনকালি দিয়ে জিতে যায় ভারত। এদিকে জেতার মত ম্যাচ হলেও নিউজিল্যান্ডের সাথে সেমিতে ১৮ রানে হেরে গেছে ভারত। কী তার কারণ? অল্প একটু অনুসন্ধানেই বেরোলো থলের বেড়াল। জানা গেছে বাঙালিদের বিকাশে পাঠানো টাকা আজ ইংল্যান্ড গিয়ে পৌঁছেছে বলেই আজ হেরে গেছে ভারত। 

বাংলাদেশ-ভারত ম্যাচটি বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে খুবই গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। শক্তিশালী ভারত দল যাতে স্বেচ্ছায় ম্যাচ হেরে যায়, সেজন্য উদ্যোগও নিয়েছিলেন বাংলাদেশি বিবেকবান সমর্থকরা। ফলে ম্যাচের আগের কয়েকদিন একাধিক বিকাশ নাম্বার দিয়ে টাকা পাঠানোর আহবানের পোস্ট আমরা দেখেছি ফেসবুকের আনাচে কানাচে। কিন্তু সেদিনের টাকা ইংল্যান্ডে গিয়ে পৌঁছেছে আজ। এক রুদ্ধদ্বার সংবাদ সম্মেলনে এমনটাই নিশ্চিত করেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি৷ তিনি বলেন, 'আজ সকালে টাকা পেয়েছি। একাউন্টে জমা হয়েছে বেশ কিছু টাকা। প্রতিশ্রুতি অনুযায়ী তাই আজকের ম্যাচ হেরেছি আমরা।'

এই টাকা কারা পাঠিয়েছে জানেন কি না? এমন প্রশ্নের জবাবে কোহলি মুচকি হেসে বলেন, 'টাকা কে পাঠিয়েছে সেটা ফ্যাক্ট না। টাকা কবে এসেছে সেটা ফ্যাক্ট। যেদিন পে করবেন, প্রোডাক্টও সেদিনই পাবেন। আমাদের ব্যবসায় বাকি মানে ফাঁকি।'

এমন সংবাদে হৃদয় ভেঙেছে বাংলাদেশি সাপোর্টারদের। টাকা আর কিছুদিন আগে পৌছালে হয়তো সেমিফাইনালে খেলতো বাংলাদেশই৷ পুরান ঢাকার কামাল একাই আঠারোশো টাকা পাঠিয়েছিলেন। তার কণ্ঠে তাই ঝরে পড়লো আফসোস, 'ইন্ডিয়া হেরেছে ঠিকই, খুশিও হয়েছি, কিন্তু টাকাটা যদি আরেকটু আগে যাইত। ইশ!'

এ বিষয়ে অনলাইন মানি ট্রান্সফার বিশেষজ্ঞ আহসান হাবিব পেয়ার জানান, 'বিদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে বিকাশ ব্যবহার করলে এমনটা তো হবেই। ফেডেক্স বা ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা পাঠালে সময় মতই পৌঁছে যেত। নেক্সট টাইম থেকে এই ভুল যেন না হয়।’ তবে যারা টাকা পাঠিয়েছিলেন তাদের অধিকাংশই বেশ খুশি। এরকম একজন বলেন, 'ইন্ডিয়া হেরেছে মানে আমার পয়সা উসুল। আর কোনো কষ্ট নাই।'

এদিকে টাকার ভাগ নিয়ে ইন্ডিয়াম টিমে অভ্যন্তরীণ কোন্দল দেখা গেছে বলে জানা যায়। কোহলি, রোহিত, রাহুল ভাগের পুরো টাকা পেলেও, জাদেজা, ধোনি, পান্তরা ভালো খেলার জন্য টাকা পাচ্ছেন না বলে নিশ্চিত করেছে একটি অবিশ্বস্ত সূত্র। এ বিষয়েও মুখ খোলেন কোহলি, 'টাকা নেয়ার আগেই কথা ছিলো ম্যাচ হারবো। কিন্তু তাদের খেলা দেখে মনে হয়নি একদমই যে হারার জন্য খেলেছে। এই ম্যাচ জিতে গেলে টাকাটা ফেরত দেয়া লাগতো।  তখন তো দূর্নাম হতো আমারই। তাই না!’ তবে প্রথম ইনিংসে দলের বোলার-ফিল্ডারদের দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সেদিনও তো একাউন্টে কোন টাকা আসে নাই। খারাপ খেলব কেন?’

ঐতিহাসিক ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে দুই দিনব্যাপী হওয়া ওয়ানডে ম্যাচে আগে ব্যাট করে ক্যাপ্টেন কেন উইলিয়ামসন এবং রস টেইলরের অর্ধশতকে ২৩৯ রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড। বোলিং ও ফিল্ডিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেন ভারতীয় দল। তবে দ্বিতীয় দিনে জবাব দিতে নেমে হেনরি ও বোল্টের তোপে পড়ে ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ। রোহিত, কোহলি ও রাহুল প্রত্যেকেই ১ রান করে সাজঘরে ফিরলে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে কিউইরা। ৯২ রান হতে হতে আরও ৩ উইকেট চলে গেলে যখন জয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছে ব্ল্যাক ক্যাপস দল, তখনই খেলা শুরু করেন চেন্নাই সুপার কিংসের দুই সতীর্থ ধোনী ও স্যার জাদেজা। বিকাশের টাকার কথা ভুলে আরেকটু হলে তারা যেন ম্যাচ জিতিয়েই ফেলছিলেন। অবশেষে গাপটিলের থ্রোতে স্টাম্প এবং ভারতের স্বপ্ন দুটোই ভেঙে গেলে, টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পাড়ি জমায় নিউজিল্যান্ড।

মূল আইডিয়া: শোভন খান

৭০২ পঠিত ... ২২:১৩, জুলাই ১০, ২০১৯

Top