পতাকা ঘোরানো সাপোর্টারদের সাপোর্ট চায় না বলে জানালো বেলজিয়াম

৭৬৭ পঠিত ... ১৫:১৯, জুলাই ০২, ২০১৮

জার্মানি বিশ্বকাপ থেকে বাদ যাবার পর বাংলাদেশের আকাশে কমে গেছে জার্মানির পতাকা। দমকা বাতাসেও পতপত করে কোন জার্মানির পতাকা উড়তে দেখা যাচ্ছে না। কিন্তু তারপরেও! তারপরেও দেশের মোট পতাকার সংখ্যা কমেনি বলে জানিয়েছে eআরকির পতাকা বিষয়ক কমিটি। পতাকা নিয়ে এক আদমশুমারিতে এই তথ্যই জানা গেছে।

আদমশুমারির ফলাফলে চমকপ্রদ তথ্য পাওয়া গেছে। জার্মানির পতাকাগুলো উল্টে বেলজিয়ামের পতাকা বানানোর চেষ্টা করেছেন অনেকে। এই বিষয়ে বেলজিয়ান তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকুর সাথে কথা বলতে গেলে তিনি বলেন, ‘জার্মানি বাদ হয়ে যাবার পর, জার্মানির সমর্থকেরা এক অদ্ভুত লুকোচুরি খেলায় মেতে উঠেছে! তারা জার্মানির পতাকা ঘুরিয়ে এখন আমাদের সমর্থন জানাতে চাচ্ছে! কিন্তু গাধারা এইটাও জানে না, আমাদের পতাকায় হলুদ মাঝখানে। এই সব পতাকা ঘুরানো সমর্থক আমরা চাই না, এরা প্লাস্টিক। প্লাস্টিক পরিবেশের জন্যে ক্ষতিকর’।

লুকাকুর এই মন্তব্য আন্তর্জাতিক মাধ্যমে প্রকাশিত হবার পর রাজধানীর নিউমার্কেট, গুলিস্তান, মিরপুরসহ বিভিন্ন মার্কেটগুলোতে জার্মানির পতাকা হাতে দেখা গেছে সমর্থকের। তারা জার্মানির পতাকা অল্টার করে বেলজিয়ামের পতাকা বানিয়ে নিতে এসেছে। রাজধানীর বাইরে সারা বাংলাদেশেই এমন অবস্থা দেখা গেছে বলে জানিয়েছেন eআরকির আঞ্চলিক প্রতিনিধিরা।

সরেজমিনে গিয়ে আমরা বেশ কিছু দর্জির সাথে কথা বলি। নিউমার্কেটের একজন দর্জি বলেন, ‘সারা বছর তো জিন্সের প্যান্ট আর গেঞ্জির সাইজ কমাইছি। কিন্তু কয়দিন থেইকা দেখতেসি মানুষজন জার্মানির পতাকা নিয়া আসতাছে। এই কয়দিনে যে পরিমাণ অল্টারের কাজ পাইছি, জীবনেও এত অল্টারের কাজ পাই নাই।' তিনি জানান প্রতিদিনই কয়েকশ জার্মান পতাকা বেলজিয়ামের পতাকায় রূপ দিয়েছে। দর্জিপাড়ায় ঘুরে ঘুরে উৎসবের আমেজ দেখা গেছে।

এদিকে নিখিল বাংলাদেশ জার্মানি সমর্থক গোষ্ঠীর অফিসের সাইন বোর্ডও চেঞ্জ হয়ে গেছে। এ নিয়ে নিখিল বাংলাদেশ বেলজিয়াম সমর্থক গোষ্ঠীর সভাপতি বলেন, ‘কাল থেকে আমরা আমাদের সমর্থক গোষ্ঠীতে জয়েন করার জন্যে অনেক আবেদন পেয়েছি। তবে আমরা তীক্ষ্ম নজর রাখছি নতুন সমর্থকদের ওপর। এদের অনেকে যদিও বলছে তারা জন্ম থেকেই বেলজিয়ামের সাপোর্টারা তারপরেও এদের অনেকের ফেসবুক প্রোফাইল ঘেটে দেখা গেছে, কদিন আগেও তারা ফেসবুকে die mannschafft লিখে স্ট্যাটাস দিয়েছিলেন। আমাদের নজরদারি শেষ হলে তাদেরও আমরা বহিষ্কার করব। তবে নিখিল বাংলাদেশ বেলজিয়াম সমর্থক গোষ্ঠীর দরজা সবসময় সবার জন্যে খোলা আছে। কেউ যদি মনে প্রাণে বেলজিয়াম সাপোর্ট করেন, তারা আমাদের কাছে আসুন’।

গতকাল রাতে স্পেন এবং তার আগের রাতে আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর বেলজিয়ামের উঠতি সমর্থকের সংখ্যা আরও বেড়ে যাবে বলে ধারণা করছেন অনেক বেলজিয়ামের সমর্থক। রঙ করা স্পেন আর্জেন্টিনার অনেক পতাকাও নতুন রূপে আকাশে উড়ছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতি রঙ ব্যবসায়ীদের জন্যও সুসময় নিয়ে এসেছে। অর্থনীতিবিদদের মতে, জার্মানি, আর্জেন্টিনা, স্পেন বাদ গিয়ে শুধু বেলজিয়ামের বিশ্বকাপে টিকে থাকাটা আমাদের অর্থনীতির জন্য একটি শুভ লক্ষণ। আমাদের উন্নয়নশীল অর্থনীতি এক ধাক্কাতেই উন্নত হয়ে যেতে পারে বলেই তাদের আশ্বাস।

তবে সবকিছুর পরেও নিখিল বাংলাদেশ বেলজিয়াম সমর্থক গোষ্ঠীর সভাপতি শেষ পর্যন্ত রোমেলু লুকাকুর সাথে গলা মিলিয়ে বলেছেন, ‘কোন পতাকা ঘুরানো সাপোর্টারের দরকার নাই আমাদের। আমরা তা চাই না।'

৭৬৭ পঠিত ... ১৫:১৯, জুলাই ০২, ২০১৮

Top