ফেসবুকের স্টিকার স্টোরে মানিক-রতনের কাল্পনিক পোষা ড্রাগন 'দ্রগো'

১২৬৮ পঠিত ... ১৯:৫১, এপ্রিল ১৬, ২০১৮

ফেসবুকে মেসেজ, কমেন্ট ও পোস্টে অনেকদিন আগে থেকেই ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের স্টিকার। কিন্তু গত ১৪ এপ্রিল প্রথম কোন বাংলাদেশি কার্টুনিস্টের স্টিকার অনুমোদন দিল ফেসবুক। মানিক এবং রতন বাংলাদেশের জনপ্রিয় কার্টুনিস্ট, এনিমেটর, ডিজাইনার জমজ। তাঁদের তৈরি 'ফিকশনাল পেট' (কাল্পনিক পোষা ড্রাগন!) 'দ্রগো'-র ২০টি স্টিকারের সেট এখন ফেসবুকের স্টিকার স্টোরে পাওয়া যাচ্ছে।

মানিক-রতন তাঁদের আঁকিবুঁকি পোস্ট করেন ইন্সটাগ্রামে। একবার তাঁরা একটা কার্টুন ড্রাগন এঁকে পোস্ট দেয়ার পর চরিত্রটি তাঁদের এতই আদুরে মনে হয় যে তাঁরা এরপর থেকে নিয়মিতই সেই ড্রাগনের কার্টুন আঁকতে থাকে। তা অন্যদের কাছের বেশ পছন্দের হয়ে ওঠে আর তাঁদের খ্যাতি এনে দেয়।

চরিত্রটির নাম দেয়া হয় দ্রগো। দ্রগো মানিক-রতনের সাথে খেলতে পছন্দ করে আর পছন্দ করে চকোলেট ও কাপকেক খেতে।

 

গতবছর মানিক-রতন ফেসবুক থেকে তাঁদের দ্রগো চরিত্রটির স্টিকার বানানোর প্রস্তাব পান। মানিক-রতন বাংলা বছরের প্রথম দিনটিতে তাঁদের ফেসবুক স্ট্যাটাসে জানান, ‘গত বছর ফেসবুকের স্টিকার বিভাগ থেকে অপ্রত্যাশিতভাবে একটি ই-মেইল পাই। যেখানে লেখা ছিল, "আমি তোমাদের দ্রগো চরিত্রটার ভীষণ প্রেমে পড়ে গেছি। ভাবছিলাম, এই চরিত্রটিকে নিয়ে তোমরা একটি স্টিকার প্যাক বানিয়ে দিতে পারবে কি না?” এটা কি আসলেই সত্যি? নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না আমরা! এখন তো এটা সত্যিই হয়ে উঠল। দীর্ঘ উন্নয়ন প্রক্রিয়া শেষে ফেসবুক অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে দ্রগো স্টিকারপ্যাক উন্মুক্ত করল বিশ্বজুড়ে তাদের শত কোটি ব্যবহারকারীর কাছে।'

আরও পড়ুন: 'দ্রগো'কে নিয়ে মানিক রতনের ৩৪টি মজার ডুডল

১২৬৮ পঠিত ... ১৯:৫১, এপ্রিল ১৬, ২০১৮

Top