বাংলাদেশি পাসপোর্ট ইতোমধ্যে বিশ্বের সপ্তম দুর্বলতম পাসপোর্ট হিসেবে নিজের জায়গা শক্ত করে ফেলেছে। কিন্তু সম্ভাবনার বাংলাদেশ থেমে থাকে না। বিদেশে ভ্রমণ যখন দিন দিন অসম্ভবের দিকে, তখন সরকার চালু করলো, দেশের ভেতর ভ্রমণেই ভিসা সিস্টেম। পাসপোর্টের দাম বাড়াতেই চালু হচ্ছে এই ইন্টারসিটি ভিসা সিস্টেম। এখন থেকে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হলে ভিসা লাগবে, আর সিলেট গেলে মাল্টিপল এন্ট্রি ভিসা নেওয়াই নিরাপদ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই ভিসা পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো এতে বিদেশ যাওয়ার অপমান আর সহ্য করতে হবে না। দেশের ভেতরেই ঘুরেই সহজে ভিসা পাওয়ার পূর্ণ অভিজ্ঞতা মিলবে। কর্তৃপক্ষ জানিয়েছে, ‘দাঁড়ালেই ভিসা’—মানে দাঁড়ানোর সক্ষমতাই হবে যোগ্যতা। যাদের দাঁড়ানোর ক্ষমতা নেই, তাদের জন্য থাকবে বিশেষ ‘হুইলচেয়ার অন-অ্যারাইভাল ভিসা’। এতে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের এক নতুন দিগন্ত খুলবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল।
এদিকে শীর্ষ এক কর্মকর্তা আশ্বাস দিয়েছেন, কিছু কিছু শহরে বাংলাদেশি পাসপোর্টকে অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হবে, যাতে পাসপোর্টটি লোহার দণ্ড থেকেও শক্তিশালী হয়ে ওঠে। পরীক্ষামূলকভাবে কুমিল্লা, বগুড়া ও গাজীপুরে এই সুবিধা চালুর কথা ভাবা হচ্ছে। ভবিষ্যতে পরিস্থিতি ভালো থাকলে পাশের ওয়ার্ডে যাওয়ার ক্ষেত্রেও ই-ভিসা চালুর পরিকল্পনা রয়েছে।


