নির্বাচনী হলফনামায় নেতাকর্মীদের বাৎসরিক আয় দেখে হতাশ এক চা-দোকানদার। বললেন, এরা তো শুধু গরিব না, রীতিমত ফকিন্নি

৪৮ পঠিত ... ১৭:০২, জানুয়ারি ০৩, ২০২৬

1 (40)

নির্বাচনী জোয়ারে একের পর এক প্রকাশিত হচ্ছে প্রার্থীদের নির্বাচনী হলফনামা। হলফনামায় উল্লেখ্য তথ্যগুলো ফেসবুক অ্যালগরিদমের এখন হট টপিক। এ হলফনামা দেখে অবাক চায়ের দোকান মালিক সমিতি। খুব আফসোসের সুরে এক চায়ের দোকান মিথ্যা বিবৃতিতে বলেছে, আহারে! এরা তো আমার চেয়েও বড় ফকিন্নি! 

তার এই আহারে’র শানে নুযুল জানতে চাইলে সে জানায়, আমার মধ্যে একটা নেতা নেতা ভাব আছে। আমগো সমিতিতে আমি ক্যাপ্টেন। এলাকায় নির্বাচন করার বহুত শখ আছিল, অন্তত চেয়ারম্যান নির্বাচন হ‌ইলেও করমু ভাবছিলাম। তাছাড়া যেই পরিমান খরচা তার ব্যবস্থা করতে আমার সময় লাগবো। কিন্তু হলফনামায় দেখলাম, একেকজনের যা সারা বছর ইনকাম, তার তিনগুণ ইনকাম আমার। আমি সামান্য চায়ের দোকানদার। তারা তো দেখি আমার চেয়েও গরিব।

 অবাক বিস্ময়ে তিনি আরও বলেন, এত কম আয়ে ইলেকশন করা যায় জানলে আমি তিনটা মনোনয়নপত্র কিনতাম। আমার, ব‌উয়ের আর আমার শালীর।

eআরকি প্রতিনিধি নির্বাচনী হলফনামা নিয়ে প্রতিক্রিয়া শুনতে আরও কিছু শ্রেনী-পেশাজীবীদের কাছে যান।

এক গৃহবধূ হতাশার সুরে বলেন, সব প্রতিনিধিদের ব‌উয়ের নামে কত কত গয়না, টাকা, ফ্ল্যাট! আমি চাই আমার জামাই নির্বাচন করুক। তাহলে হলফনামার জন্য হলেও কিছু আমার নামে করে দেবে।

এদিকে বিবাহযোগ্যা কয়েকজন মেয়ের বাবা খুব‌ই উল্লসিত। কিছুটা লাজুক ভাবে তারা জানিয়েছেন, তারা এতদিন পাত্র হিসেবে টিউশনির টিচার, লেখক, কিংবা যারা নানান জায়গায় বক্তা হিসেবে বক্তব্য দেন তাদের অবমূল্যায়ন করেছেন। বরিশালের এক চাচা বলেন, আরেহ! এইসব মনুরা এক-এর পোলা! এইবার এমন পাইলে আর ছাড়াছাড়ি নাই।

এদিকে ফ্ল্যাটের দাম অবিশ্বাস্যভাবে দশ লাখ দেখে মাথায় হাত ডেভলপার প্রতিষ্ঠানগুলোর। ‘ছাদ তোমার-আমার’ কোম্পানির সিইও জানান এক দম্পতি তাকে প্রায় পাগল করে দিচ্ছে ৭০ লাখ টাকার ফ্ল্যাট ১০ লাখে দেয়ার জন্য। কয়েকজন নির্বাচনী প্রতিনিধির হলফনামার কপি‌ও নিয়ে আসছে। আমার বানানোই  পড়ছে ৬৫! কেমনে তাদের বুঝাই যে এত কমে ঢাকায় ফ্ল‌্যাট অসম্ভব। সাথে আমার সমগ্র অর্গ্যান বেচলেও হবে না। 

এদিকে বাবা-মাকে আশার বানী শুনিয়ে পড়াশোনা ছেড়ে দিয়ে কলম ধরে নিয়েছে একদল শিক্ষার্থী। ‘আমি নেতা হব’ গ্রুপ খুলে তারা ইতোমধ্যে ঘোষণা করেছে, মসীর আয় দিয়েই নির্বাচন করে নতুন পৃথিবী গড়ে তুলব! আপনারা দলে দলে যোগ দিন, প্রতিদিন লিখুন আর আয় করুন অনলাইনে।

৪৮ পঠিত ... ১৭:০২, জানুয়ারি ০৩, ২০২৬

Top