পৃথিবীর সব নদী যেমন সাগরে মেশে, ছোট-বড় সব প্রক্সি টিমও দিনশেষে ফেরে জামায়াতের কোলে—সেই চিরন্তন সত্য আবারও প্রমাণিত হলো। সম্প্রতি এনসিপি (ন্যাশনাল কংগ্রেস পার্টি) এবং জামায়াতে ইসলামীর জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক পাড়ায় এখন আবেগের বন্যা। তবে সবাইকে অবাক করে দিয়ে এই ‘মাতৃভক্তি’র সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফ্লোরিডার মার-এ-লাগো থেকে এক বিশেষ ট্রুথ সোশ্যাল বার্তায় ট্রাম্প বলেন, এনসিপি ইজ কামিং ব্যাক টু ইটস মাদারস ল্যাপ। ইটস আ হিউজ মোমেন্ট! আই মিন, ভেরি বিউটিফুল!
উল্লেখ্য, এর আগে ইসলামী ব্যাংক যখন জামায়াত সংশ্লিষ্টদের নিয়ন্ত্রণে এসেছিল, তখন এক নেতা গর্বভরে বলেছিলেন, “ইসলামী ব্যাংক মায়ের কোলে ফিরেছে।” সেই একই ‘মায়ের কোল’ থিওরি এবার এনসিপি-র ওপর প্রয়োগ করে ট্রাম্প আরও যোগ করেন, ইসলামি ব্যাংকের মতো এনসিপি আসলে এতদিন সৎ মায়ের কাছে ছিল, এখন আসল মা খুঁজে পেয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াতের এই ‘মায়ের কোল’ অনেকটা ব্ল্যাক হোলের মতো। যা একবার এর টানে পড়ে, সে সরাসরি কোলে গিয়ে ল্যান্ড করে। এনসিপি-র এই ফিরে আসাকে অনেকে ‘ঘর ওয়াপসি’ বললেও ট্রাম্প বিষয়টিকে দেখছেন ‘ডিল’ হিসেবে। তিনি বলেন, আমি যখন এনসিপি-কে দেখলাম, বুঝলাম দে নিড এ হাগ। এন্ড জামায়াত হ্যাজ দ্য বেস্ট হাগস ইন দ্য ওয়ার্ল্ড। বিলিভ মি!
এদিকে এনসিপি-র ভেতরেও খুশির আমেজ। দলটির এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আসলে শীতের দিন তো, বাইরে খুব ঠান্ডা। তাই মায়ের কোলের ওম নিতে চলে এলাম। সাথে ইসলামী ব্যাংকের সেই বিখ্যাত কোলবালিশ থাকলে ঘুমটা ভালো হবে।
তবে ট্রাম্প কেন হঠাৎ এই জোট নিয়ে মাতামাতি করছেন, তা নিয়ে সিআইএ-র চেয়েও বেশি মাথা ঘামাচ্ছেন পাড়ার চায়ের দোকানের বুদ্ধিজীবীরা। তাদের মতে, ট্রাম্প হয়তো ভাবছেন এনসিপি-র পর এবার রিপাবলিকান পার্টিকেও জামায়াতের কোনো এক ‘মায়ের কোলে’ পাঠানো যায় কি না!
শেষ খবর পাওয়া পর্যন্ত, এনসিপি-র এই ‘মায়ের কোলে ফেরা’ উপলক্ষে একটি ডিজিটাল ফিডার এবং এক প্যাকেট সেরেলাক উপহার পাঠানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প।


