ভেকনা কিছুদিন আগে এক মিথ্যে বার্তায় সত্যি সত্যি করে বলেছিল বাংলাদেশের প্রতি তার আবেগের কথা।
কিন্তু গত কয়েকদিনে বাংলাদেশের পরিস্থিতি তার পিঁয়াজু ডিজাইনের শরীরে দিয়েছে প্রবলভাবে নাড়া।
উচ্ছসিত ভেকনা জানিয়েছে এমন আবেগাপ্লুত সে এর আগে হয়নি। মানসিকভাবে দুর্বল বাচ্চাদের কব্জা করতে ছদ্মবেশ ধরতে হচ্ছে, বন্ধুত্ব করতে হচ্ছে, বহু ঝামেলা। কিন্তু বাংলাদেশে ফেসবুকে স্ট্যাটাস দিয়েই সব ধ্বংস করে দেয়া যায়। এমন হিপনোটিজমে আক্রান্ত হওয়ার হরমোন বাই ডিফল্ট যাদের রয়েছে তাদের প্রতি নিজের ভালোবাসা জানিয়েছে ভেকনা।
ভেকনা তার নন ভেরিফাইড ফেইক পেইজ থেকে জানায়, ২৫ তারিখের পর আপসাইড ভাউনে আমার অনেক ডেমোগর্গন দরকার পরবে। আমি চাই বাংলাদেশী সৈন্য। আমার ডেমোগর্গনগুলো ফেইসবুক বোঝে না। কিন্তু বাংলাদেশ থেকে আমি ডেমোগর্গন বানালে তাদেরকে আমি ফেসবুকে উস্কে দেবো। তারা আমার উস্কানি খেয়েই ইলেভেনদের সানডে মানডে ক্লোজ করে বারোটা বাজিয়ে দেবে। মার্ককে বানিয়ে দেবে ডেমিগর্গন হিমু।
আমার গা থেকে বড় বড় লেজ বের করে কতদূর ই বা যাওয়া যায়! সেখানে একটু সোশ্যাল সাইটে এক্টিভিজম আমায় রাজা বানিয়ে দেবে। আমরা গড়ে তুলবো নতুন পৃথিবী ২.০!
নিজের নতুন পৃথিবীর কিছু ব্যক্তিগত সচিব রাখার উপরও চিন্তা ভাবনা রয়েছে ভেকনার। হকিনসের আগে বাংলাদেশকেই প্রাধান্য দেয়ার কথা জানায় ভেকনা।


