
সহিংস কর্মকান্ডে উষ্কানি দেয়ার অভিযোগে ফেসবুকের অভিভাবক সংস্থা ইউটিউবার ইলিয়াস হোসেনের দুটি ফেসবুক আইডি ডিজেবল করে দিয়েছে। এই ঘটনায় অত্যধিক ক্ষুব্ধ হয়েছেন ইলিয়াস হোসেন! ভক্তদের ডাক দিয়েছেন ক্যালিফোর্নিয়ায় মেটা অফিসের সামনে গিয়ে মব ও ভাঙচুর চালাতে। নিজের বেডরুমে সিসিটিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি এই ঘোষণা দেন। ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ওয়েল ডান বয়েজ! কারওয়ান বাজার শেষ, এবার আপনারা সবাই ক্যালিফোর্নিয়ার দিকে আগান। মেটা অফিসের একটা ইটও যেন না থাকে!
জানা গেছে ইলিয়াসের এই বক্তব্যের সাথে একাত্মতা পোষণ করেছেন ক্যালিফোর্নিয়া জাহানারা বিশ্ববিদ্যালয়ের শিশিরের সেক্রেটারি। ভক্তদের উদ্দেশ্য করে এক বক্তব্যে শিশিরের এই সেক্রেটারি বলেন, ক্যালিফোর্নিয়ার বাম, শাহবাগী, ছায়ানট, উদীচী সবাইকে তছনছ করে দিতে হবে! কারও অস্তিত্ব যেন না থাকে! মার্ক জাকারবার্গকে পাইলে তার রগ কেটে দিয়ে হাতে ধরিয়ে দিতে হবে! কত বড় সাহস আমাদের ইলিয়াস ভাইয়ের আইডি ডিজেবল করে!
এদিকে ক্যালিফোর্নিয়া ড়াকসু বিশ্ববিদ্যালয় শিশিরের নির্বাচিত ভিপি বলেন, ফেসবুক-ইউটিউবের মতো এইসব সুশীল প্লাটফর্ম অবশ্যই বন্ধ করে দিতে হবে। যে প্লাটফর্মে আমার ভাই ইলিয়াসের আইডি থাকবে না সে প্ল্যাটফর্মের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই! আই অ্যাম সরি ইউটিউব-ফেসবুক, তোদের মরতে হবে!

