ফসলি জমি হুমকিতে পড়লেও সমস্যা নেই, ইট ভাটায় তৈরি হবে ভিটামিনযুক্ত ইট

পঠিত ... ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে

কথায় আছে আইন তৈরি হয় ভাঙার জন্য। এক যুগেরও বেশি সময় ধরে তাই সঠিকভাবে আইন ভেঙে পদ্মা নদীর মাটি ও বালু তুলছে কুষ্টিয়ার শিলাইদহ ইউনিয়নের প্রায় ১২টি ইটভাটার কিছু দুষ্ট চক্র। তারা দুষ্টামি করে মাটি ও বালু তুললেও এর পিছনে রয়েছে মহান চিন্তা। সবাই বলাবলি করছে অবৈধভাবে মাটি, বালি তোলায় ফসলি জমির নাকি ক্ষতি হচ্ছে। কিন্তু চমকপ্রদ খবর হচ্ছে এই মাটি থেকে উৎপাদিত ইটেই নাকি পাওয়া যাবে ভিটামিন এ থেকে জেডের এক হাইব্রিড সমন্বয়। এমনটা জানিয়েছেন, মাটি ও বালু উত্তলন কমিটির সদস্যরা। তারা বলেন, পদ্মার পলিতে ধান, পাট,  কুসোর, বাদাম, মসুর, শর্ষে, তিল জন্মালে আর কতটুকুই বা ভিটামিন থাকবে। পুষ্টির চাহিদা থাকবে অসম্পূর্ণ। কিন্তু এই ফুডগ্রেডেড ইটে থাকবে দুধের মত সুষম পুষ্টি। আমরা ইট ভাটায় সেভাবেই এই ইটগুলো নির্মাণ করতেছি।

এ প্রসঙ্গে আমাদের প্রতিনিধি মাহাবুবা শারমিন কলিকে সেই কথিত অসাধু চক্রের এক সাধু ব্যবসায়ী ভুয়ো বিবৃতিতে জানান, কলি তো বিশ্বাস করিবেন না নে। কট করি একটা ইটা কামড় মাইরে দেখেন, ‌খুব ট্যাস, লগে লগে গায়ে আইবো স্পিড হেব্বি এনার্জি। হাঁসের মত ভাত না খাইয়া ইটা খান।

পাশাপাশি তিনি ফসলির জমির চিন্তা বাদ দিয়ে ইটভাটার ব্যবসায় নামার আহবান জানান। কৃষকদের উদ্দেশ্যে বলেন, ফসল ফলাইয়া করে তো পরিশ্রম ক‌ইরা কয় টেকা পান? তারচেয়ে একটা ভেকু নিয়া রাইতে রাইতে মাটি নেন, ইটা বানান, দামেও ভালো কামেও কড়া।

শিলাইদহ ইউনিয়নে বর্তমান ইটভাটার সংখ্যা ১২টা। পদ্মার সমস্ত মাটিকে ইটে রূপান্তরিত করতে প্রয়োজন আরো ইট ভাটার। কথিত সাধু কর্মকর্তা আশা প্রকাশ করে বলেন, কুষ্টিয়ায় ভিটামিন ইটের চাহিদা পূরণ করে আমার ছড়িয়ে পড়বো সারা দেশে, এরপর বিদেশে। এজন্য এরপর আমরা হাত দিতে চাইবো মেঘনা, যমুনায়। কে জানে, সেখানের ভাটার মাটি, বালু দিয়ে হয়তো হরলিক্সও বানানো হয়ে যেতে পারে।

পঠিত ... ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে

Top