চট্টগ্রাম থেকে সরাসরি রাওয়ালপিন্ডি—মতাদর্শের এই ঐতিহাসিক সেতুবন্ধনের সাক্ষী হলো বিশ্ববাসী। সম্প্রতি এক সমাবেশে চট্টগ্রাম জামায়াত আমির দাবি করেন, মুজিব বাহিনীর গণহত্যার জবাব দিতেই পাকিস্তানি সেনাবাহিনী ২৫ মার্চ crackdown চালিয়েছিল। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এমন বক্তব্য দেওয়ায় দেশজুড়ে যখন সমালোচনার ঝড়, তখন ঠিক উল্টো স্রোতে ভাসতে দেখা গেছে পাকিস্তান আর্মিকে।
ঘটনার পরপরই পাকিস্তান আর্মির অফিশিয়াল টুইটার (এক্স) অ্যাকাউন্ট থেকে একটি আবেগঘন টুইট করা হয়। সেখানে লেখা ছিল, Big fan, sir!
টুইটের সাথে যুক্ত ছিল একটি অস্পষ্ট ছবি যেখানে সবুজ ব্যাকগ্রাউন্ডে একটি হাততালি দেওয়া ইমোজি, আর নিচে হালকা করে লেখা, 1971 was misunderstood.
ঘটনার অনুভূতি জানার জন্য বিশেষ প্ল্যানচেট করে নামিয়ে আনা হয় ১৯৭১-এর কুখ্যাত লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির আত্মাকে। প্রশ্ন শুনেই আবেগে আপ্লুত হয়ে নিয়াজি শুদ্ধ বাংলায় বলেন, মনডা ভইরা গেলো। বড় ভাইরে আমার পক্ষ থেকা লাল সালাম। পাকিস্তান আর্মির পক্ষে এমন ন্যারেটিভ তো আমরা নিজেরাও দাঁড় করাইতে পারতাম না। তিনি আরও বলেন, জামায়াত আমাদের জন্য মাসির মতো। কারণ মায়ের চেয়ে মাসির দরদ অনেক বেশি। এছাড়া নিয়াজির আত্মা আরও দাবি করেন, ১৯৭১ সালে যদি তখনকার পাকিস্তান আর্মির কাছে এমন লোকাল সাপোর্ট থাকতো, তাহলে ইন্টারন্যাশনাল মিডিয়াকেও ম্যানেজ করা যেতো। সবশেষে পাকিস্তান আর্মি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জামায়াত আমিরকে সম্মানসূচকভাবে Honorary Narrative Contributor (1971 Revision Wing) পদ দেওয়ার কথাও নাকি ভাবা হচ্ছে।

