সম্প্রতি eআরকিসহ দেশের বেশকিছু মিম ও পলিটিক্যাল স্যাটায়ার পেজের নামে মামলা করেছে ডাকসু ভিপি। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে মতিমিয়া, শাহীনের মতো মিম ক্যারেক্টারগুলো। তারা জানাচ্ছেন, মামলা আতঙ্কে আছেন। টেমপ্লেট থেকে অবসর নিতে চান।
মতিমিয়া বলেন, আগে জীবনটা আছিল দুঃখের কুয়া, এখন হয়ে গেছে মামলার কুয়া। মিমার, মিম পেজ মামলা খাচ্ছে, আমরা মিম ক্যারেকটারদেরও মামলা খেতে বেশি দেরি নাই! মতি মিয়া এইসব ঝামেলা পছন্দ করে না। তাই ভাবতেছি অবসর নিবো!
অন্যদিকে শাহীন বলেন, মিম হয়ে আছি বিপদে ভাই। সারাক্ষণ ভয় লাগে। কখন আবার মামলা এসে আমাকে ধরে ফেলে! জীবনে আর শান্তিই আসলো না। আমি এইসব মিম টিমে নাই!
বিষয়টি নিয়ে কথা বলেছেন, আরেক জনপ্রিয় মিম ক্যারেক্টার ছোটন কাকু। তিনি বলেন, খাড়াতি পারতেছি না ভাই! এখানে এত শীত যদিও পড়ে নাই, তাও খাড়াতি পারতেছি না। কী জন্য খাড়াতি পারতেছি না তা তো জানেনই! ভাবতেছি পার্মানেন্টলি বইসা যাবো। এইসব মিম টিম হইয়া কাম নাই! বাসায় যামু শান্তিতে ঘুমামু!


