আসছে নতুন দল—সর্বদলীয় চাঁদাবাজ পার্টি (সচাঁপা)

৭৪ পঠিত ... ১৬:০৫, জুলাই ২৮, ২০২৫

‘চাঁদাবাজ মুক্ত দল’ এই স্লোগানকে সামনে রেখে সকল দল মিলে যৌথ উদ্যোগে গঠন করতে যাচ্ছে নতুন সাপ্লিমেন্টারি দল, সর্বদলীয় চাঁদাবাজ পার্টি (সচাঁপা)। বাংলাদেশে বিদ্যমান সকল রাজনৈতিক দলের চাঁদাবাজদের নিয়ে এই নতুন দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে খুব শীঘ্রই। দলমত নির্বিশেষে, যারা চাঁদাবাজিতে সিদ্ধহস্ত, তাদের জন্য এ যেন এক নতুন স্বর্গদ্বার।

সম্প্রতি বিএনপি, এনসিপি ও জামায়াতের চাঁদাবাজির খবরে দেশের মিডিয়া সরব, যাতে নতুন বন্দোবস্তে দলগুলোর চরিত্রে দাগ লেগে যাচ্ছে, যা সার্ফ এক্সেল দিয়েও মোছা যাচ্ছে না। গাড়ির জানালা দিয়ে ফান্ডিং-এর নামে চাঁদা, ডিজিটাল ফান্ডরেইজিং-এর মাধ্যমে চাঁদা, টেম্পুস্ট্যান্ড থেকে চাঁদা, বায়তুল মাল নামে চাঁদা ইত্যাদি সয়লাব হওয়ার মাধ্যমে রাজনৈতিক দলগুলো জনগণের কাছে বেকায়দায় পড়ে যাচ্ছে।

সেজন্য দলগুলোর বিশিষ্ট বুদ্ধিজীবীরা মিলে মিটিং-এর পর মিটিং করে আনছে এই নতুন দল। শোনা যাচ্ছে, প্রত্যেকটি দলের প্রশংসিত চাঁদাবাজদের নিয়ে এই নতুন দল গঠন করা হবে। এই দলের দায়িত্ব হবে দেশের প্রত্যেকটি অঞ্চলের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান, দোকান, নতুন নির্মাণকাজ ইত্যাদি থেকে ১০% হারে চাঁদা সংগ্রহ করা। এরপর পিয়ার পদ্ধতিতে সংসদে প্রতিনিধিত্বের ক্রমানুসারে এই চাঁদা প্রতিটি দলের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এর ফলে চাঁদাবাজির সকল দায় যাবে এই নতুন দলের উপর। এবং চাঁদাবাজির অভিযোগে দলের কোনো ত্যাগী কর্মীকে বহিষ্কারের ঝামেলাও নিতে হবে না কোনো দলের।

ইতিমধ্যেই বিদ্যমান এক রাজনৈতিক দলের এক নেতা ঘোষণা দিয়ে বলেছেন, আজ থেকে আমাদের দলে কোনো চাঁদাবাজ নাই।

ইতিমধ্যেই নতুন দলে পদপ্রত্যাশী অনেকে দলের ঊর্ধ্বতন পদের জন্য তদবির করা শুরু করে দিয়েছেন। শোনা যাচ্ছে, একজন বিশিষ্ট পাথর ব্যবসায়ী তার চাঁদাবাজি জীবনকাহিনী সংবলিত ইস্তেহারনামা দিয়ে দলের আহ্বায়ক পদের জন্য দৌড়ে এগিয়ে আছেন।

নতুন দল পেয়ে চাঁদাবাজরাও খুশী। এমনই এক চাঁদাবাজ বলেন, নতুন দল পেয়ে ভালো লাগছে। চাঁদাবাজ হলেও দেশের সেবা করার ইচ্ছা তো আমাদেরও আছে। কিন্তু দুইদিন পরপর দল থেকে বহিস্কার হওয়ার কারণে সেই সেবা করতে পারি না।

এই চাঁদাবাজ আরও বলেন, আমাদের দলের একটাই নিয়ম। যে মাসে ৩০টা চাঁদাবাজি করতে পারবে না, তাকে আমাদের দল থেকে বহিষ্কার করা হয়।

‘চান্দা ভাই’ অ্যাপের খবর পাওয়ামাত্রই দেশীয় চাঁদাশিল্পীদের মাঝে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা। খুশিতে চাঁদাবাজদের কেউ কেউ ডিগবাজি দিচ্ছেন বলেও জানা গিয়েছে। অ্যাপটির নির্মাতার জানিয়েছেন অ্যাপ লঞ্চের পর থেকেই অভাবনীয় সাড়া পাচ্ছেন তারা। অ্যাপ লঞ্চের প্রথম দিনেই প্রায় ১০ লাখ ডাউনলোড হয়েছে। তারা আশা করছেন দেশের গন্ডি পেরিয়ে বিদেশের চাঁদাবাজদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে ‘চান্দা ভাই’।

৭৪ পঠিত ... ১৬:০৫, জুলাই ২৮, ২০২৫

Top