গুলশানে বৈষম্যবিরোধী আন্দোলনের এক নেতা সিসিটিভিতে ধরা পড়ার পর চাঁদাবাজদের মধ্যে শুরু হয়েছে চরম উৎকণ্ঠা। চাঁদাবাজির এতদিনের অর্জন কি এভাবে ক্যামেরায় ধরা পড়ার জন্যই ছিল?—এমন প্রশ্নে মুখর হয়ে উঠেছে চাঁদাবাজদের অনলাইন ফোরামগুলো। তবে দুশ্চিন্তার দিন বুঝি ফুরালো। কারণ, চাঁদাবাজদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় আসছে যুগান্তকারী অ্যাপ—চান্দা ভাই!
অ্যাপনির্মাতা প্রতিষ্ঠান 'টাকা টেক' জানিয়েছে, এ অ্যাপে থাকবে না কোনো লোকেশন ট্র্যাকিং। এছাড়া চান্দা ভাই অ্যাপের আরও উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য হচ্ছে:
এনোনিমাস চাঁদাবাজি: কে নিচ্ছে চাঁদা, কে দিচ্ছে— কেউ জানবে না। শুধু অ্যাপে ‘চাঁদা দাও’ বাটনে চাপ দিন, ব্যস!
দলীয় সহনশীলতা: আওয়ামী, বিএনপি, জামায়াত, এনসিপি— সবাই এখানে সমান। এমনকি রাজনৈতিক নিরপেক্ষ চাঁদাবাজদের জন্যও আছে ‘ইন্ডিপেন্ডেন্ট মুড’।
সিসিটিভি ডিটেকশন অ্যালার্ট: কাছাকাছি কোথাও সিসিটিভি থাকলে ফোন নিজেই কেঁপে উঠবে বলে দেবে, ভাই, ক্যামেরা আছে, সাবধান!
চাঁদা ট্র্যাকিং: আপনি দেখতে পারবেন মাস শেষে কত টাকা উঠিয়েছেন, কাকে কয়বার হুমকি দিয়েছেন— একেবারে ফ্রিল্যান্সারের মত ইনসাইট রিপোর্ট!
অ্যাপ নির্মাতাদের একজন আমাদের জানান, আমরা চাঁদাশিল্পের পিকাসো, আমার আমাদের দেশীয় চাঁদাবাজরা দিনের পর দিন এমন হেনস্থার শিকার হবেন এগুলো মেনে নেওয়া যায় না। চাঁদাবাজদের সম্মান রক্ষা আমাদের দায়িত্ব। সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে এলাম। এ অ্যাপের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই— আর কেউ যেন লোকাল মার্কেটে চাঁদা তুলতে গিয়ে ভিডিও ভাইরাল না হয়। চাঁদাবাজির আধুনিকীকরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া আগামীতে এই অ্যাপে আসবে ‘গালি ভাই’ ফিচার, যেখানে প্রিমিয়াম চাঁদাবাজরা চাইলে মেসেজের মাধ্যমে ভয়ভীতি, খিস্তি, হুমকি পাঠাতে পারবেন—সম্পূর্ণ এনক্রিপ্টেড!


