গুলশানের এক শান্তিপূর্ণ, চাঁদাবাজ-বান্ধব সন্ধ্যায় ঘটলো এক ভয়াবহ দুর্ঘটনা—এক নেতা ধরা পড়ে গেলেন সিসিটিভি ক্যামেরায়। চাঁদাবাজি করতে গিয়ে ‘ভদ্রলোক’ যেমন সিসিটিভির লেন্সে ধরা খেয়েছেন, তেমনি ধরা পড়ে গেছে তার অতীত। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে তার তেলতেলে হাস্যোজ্জ্বল ছবিগুলো ইতোমধ্যেই ভাইরাল।
এই ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে নিখিল বাংলা চাঁদাবাজ সমাজ। তাদের মতে, গুলশানের মতো অভিজাত এলাকায় এত সিসিটিভি থাকা অনৈতিক এবং চাঁদাবাজদের মৌলিক অধিকারের পরিপন্থী। একসময় মানুষ এই এলাকায় নির্ভয়ে হাত বাড়িয়ে যা খুশি চাইতে পারতেন তারা, এখন সবাই ক্যামেরা লাগিয়ে ফেলায় নিজেদের সেফ মনে করছেন না তারা।
সমন্বয়ক সমাজের এক মুখপাত্র জানান, সিসিটিভিতে আমাদের কার্যকলাপ দেখা যাচ্ছে, এটা কি কোন গণতান্ত্রিক সমাজে মানা যায়? এভাবে চলতে থাকলে ভবিষ্যতে চাঁদাবাজ পেশায় আগ্রহ হারাবে নতুন প্রজন্ম। চাঁদাবাজ সমাজের তরফ থেকে আরও জানানো হয়েছে, তারা এই ইস্যুতে মানববন্ধন ও ‘ক্যামেরা থাকলে খেলব না’ প্রতীকী নাটক মঞ্চস্থ করারও পরিকল্পনা করছে। বিশেষ সূত্রে জানা গেছে, চাঁদাবাজরা ইতিমধ্যেই জনপ্রিয় কিছু ইউটিউবারের কাছে যোগাযোগ করে অনুরোধ করেছে সিসিটিভি থাকলেও চাঁদাবাজি করার নিনজা টেকনিক শেখানোর কিছু ভিডিও বানাতে।


