যে কারণে মানুষ রাজপথে নামে, যে কারণে নেমে যায়

৭৬ পঠিত ... ১৮:৩১, জুলাই ১৭, ২০২৫

জুলাইয়ের পর দুইটা গুরুত্বপূর্ণ কাজ ঘন ঘন করে দুইটা কাজই গুরুত্বহীন করে ফেলেছে এনসিপি।

১. ডিপি লাল করা

২. রাজুতে আসেন

কিছু জিনিস এক-দুইবার ব্যবহারে ঠিকঠাক থাকে, বেশি ব্যবহারে তেতো হয়ে যায়। লাল ডিপি ছিল জুলাইয়ে একটা শক্তিশালী সিম্বল। কারা কারা পক্ষে আছে, কারা বিপক্ষে আছে চেনার একমাত্র মাধ্যম ছিল লাল ডিপি। আর 'রাজুতে আসেন' অথবা এখানে ওখানে আসেন—ছিল জুলাইয়ের সবচেয়ে বড়ো শক্তি। একেকটা স্টাটাসের সাথে সাথে মানুষ হু হু করে ছুটেছে ওই জায়গায়। কারণটা কী?

জহির রায়হান তার একটা মুক্তিযুদ্ধের গল্পে 'মুক্তিযুদ্ধ কেন করছি আমরা'—প্রশ্ন তুলে বিভিন্ন মুক্তিযোদ্ধার মাধ্যমে বিভিন্ন উত্তর উপস্থাপন করেছিলেন। কেউ বলেছিল, ওরা আমাদের মা-বোনদের ধর্ষণ করেছে, হত্যা করেছে, তাই। কেউ বলেছে, ভাষার জন্য। কেউ বলেছে, অন্যায়ের প্রতিবাদ। মূল উত্তরটা ছিল—সময়। গল্পটার নামও ছিল—সময়ের প্রয়োজনে।

জুলাইয়ে মানুষ প্রাণের ভয় ত্যাগ করে রাস্তায় নেমেছিল, কোনো দলের হয়ে নয়, কোনো গোপন উদ্দেশ্য নিয়ে নয়। সবাই নেমেছিল সময়ের প্রয়োজনে। এই সময়টা কারোর আমদানি করা লাগে নাই। সময় টেনে আনা যায় না। সময় আসে নিজের মতো। তাই রাজনীতি করতে করতে 'সময়' কী বুঝতে শেখা জরুরি। কেন রাজুতে মানুষ আসে, কেন মানুষ আসে না, কোন সময়ে মানুষ আসে, কোন সময়ে মানুষ আসে না- কেন এবং কোন সময়- দুটো প্রশ্নের উত্তর খোঁজা অতি জরুরি।

পত্রিকাগুলোর সূত্রমতে গোপালগঞ্জে তিনজন মানুষ মারা গেছেন গতকাল। গত বছর ওই দিনে ছয়জন মানুষ মারা গিয়েছিল। আহত পর্যন্ত নেওয়া যায়, নিহত না। নিহত মানে একটা মানুষ মরে যায়। একটা জ্বলজ্যান্ত মানুষ মরে যায়। জীবদ্দশায় হয়তো ওই মানুষটা আওয়ামীলীগ করত, হয়তো বিএনপি করত, হয়তো দেশে শরীয়া আইন চাইতো, হয়তো আপা ফেরত আসার জন্য প্রার্থনা করত—কোনো 'হয়তো'ই তার 'হত্যা' জাস্টিফাই করে না। আমরা লীগের বিচার চাই। এই বিচার আপনারা রাস্তায় করবেন না। আইন-আদালত ব্যবহার করেই করবেন। নয়তো লীগ আর আপনাদের মধ্যে তফাৎ রইল কই?

এবং, দয়া করে আপনারা একজন নিহত ব্যক্তিকে যেকোনো দলের বাইরে থেকে দেখার চেষ্টা করবেন। জীবদ্দশায় মানুষ বিভিন্ন দলে বিভক্ত থাকে। মৃত ব্যক্তির দল নাই। একটা মানুষ মরে রাস্তায় পড়ে আছে, তার লাশ নিয়ে চলছে হরেক রকম নোংরা রাজনীতি- এই দৃশ্য বারবার দেখার হাত থেকে এই দেশটা মুক্ত হোক!

৭৬ পঠিত ... ১৮:৩১, জুলাই ১৭, ২০২৫

Top