খেলতে নামলে বাংলাদেশ ক্রিকেট টিমের ব্যাটসম্যানদের ওপর যেন ডমিনো ইফেক্ট ভর করে। একজনের উইকেট পড়ে গেলে বাকিদেরও উইকেট দ্রুত পড়ে যায়। তাদের এই উইকেট পতনের গতি এত দ্রুত যে এমন বাঙালি পুরুষের বিছানার পারফরম্যান্সের চেয়েও দ্রুত তারা আউট হয়ে যায়। এবার তাই বিশেষ দলকে নিয়ে গবেষণা করতে চায় কলকাতা হারবাল, বানাতে চায় বিশেষ ওষুধ যাতে ভবিষ্যতে এই দ্রুত পতনের হাত থেকে দলকে বাঁচানো যায়।
এই সমস্যা নিয়ে এবার মাঠে নামার কারণ হিসেবে প্রতিষ্ঠানটির দাবি, বাঙালির দুই জিনিসে সমস্যা—একটা বিছানায়, আরেকটা ব্যাট হাতে। যেহেতু আমরা বিছানার সমস্যা নিয়ে বহুদিন গবেষণা করছি এবং সফলও হয়েছি, এবার ব্যাটিং সমস্যা নিয়েও একটু ভাবা যাক।
কলকাতা হারবালের মুখপাত্র ডা. লালন ঘোষাল এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমরা ইতোমধ্যে একটি বিশেষ ক্যাপসুলের নাম রেখেছি—‘সিক্সটিনাইন ক্যাপসুল’। এটা খেলে ব্যাটসম্যানরা আর ৫ রানে ৭ উইকেট বিলিয়ে দিয়ে আসবেন না। বরং প্রত্যেকেই অন্তত খাটের মতো মাঠেও ৬৯ স্কোর করে আসতে পারবেন। তিনি আরও জানান, ওষুধের মূল উপাদান হিসেবে থাকবে মেন্টাল স্ট্যাবিলাইজার, কেননা আমাদের গবেষণায় দেখা গেছে, শারীরিক ফিটনেস না থাকলেও অনেকে ব্যাট করতে পারেন, কিন্তু মানসিকভাবে ‘একজন আউট হইছে তো আমাকেও যাইতে হবে’—এই প্রবণতা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে অনেক বেশি।
প্রথম ব্যাচের ট্রায়াল দিতে রাজি হয়েছেন জাতীয় দলের কিছু ব্যাটসম্যান, যাদের ব্যাটিং গড় এমনিতেই বেশ কম। তবে সিনিয়র এক ব্যাটসম্যানকে ওষুধ ট্রায়ালের প্রস্তাব দিলে তিনি তেলে-বেগুনে জ্বলে উঠে জানান, আপনারা আগে আয়নায় মুখ দেখেন, তারপর ওষুধ বানান।
আরেক অভিজ্ঞ ব্যাটার জানান, আমি অলরেডি পেইনকিলারের কোর্সে আছি। এখন নতুন কোনো মেডিকেশনে ঢুকতে পারব না।