উপদেষ্টা আসিফের বায়োপিকে অভিনয় করতে চান কাজী মারুফ

১১৯ পঠিত ... ১৮:৪০, জুন ৩০, ২০২৫

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ঘটনার অভাব নেই, আর সেই ঘটনাগুলো নিয়ে সিনেমা বানানোর জন্য কল্পনারও প্রয়োজন পড়ে না—কারণ বাস্তবই এত বেশি নাটকীয় এখানে। সম্প্রতি এয়ারপোর্টে উপদেষ্টা আসিফের ব্যাগ থেকে উদ্ধার হওয়া বন্দুকের ম্যাগাজিন হয়ে উঠেছে আপাতত টক অফ দ্য টাউন।

সোশ্যাল মিডিয়ায় কল্যাণে ঘটনার বিস্তারিত ছড়িয়ে পড়ার পর ঘটনাটিকে কেন্দ্র করে উপদেষ্টা আসিফের একটি বায়োপিক নির্মাণ আর তাতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন বাংলা অ্যাকশন সিনেমার চিরন্তন ‘কালো বন্দুক’ খ্যাত নায়ক কাজী মারুফ। সিনেমার নামও ইতিমধ্যেই ঘোষণা করেছেন তিনি—‘ভুলে বন্দুক’। 

কাজী মারুফ জানান, আমার ক্যারিয়ারে অনেক বন্দুক ধরেছি, কিন্তু এবারই প্রথম এমন একটা চরিত্র পাচ্ছি যে ভুলে বন্দুক নিয়ে বেড়ায়। সিনেমার কাহিনী সাজানো হবে বাস্তব ঘটনার ছায়ায়। প্লট অনুযায়ী, এক সৎ ও দেশপ্রেমিক উপদেষ্টা রাজনীতি ছাড়াও নিজের বাসায় ‘স্বনির্ভর অস্ত্র প্রশিক্ষণ’ চালিয়ে যাচ্ছেন। ভুলবশত একদিন ব্যাগে ম্যাগাজিন নিয়ে এয়ারপোর্টে চলে যান। ব্যস, শুরু হয় আন্তর্জাতিক ষড়যন্ত্র, ফেক নিউজের ধামাকা, আর ‘দেশবিরোধী আইটেম সং’।

শোনা যাচ্ছে, উপদেষ্টা আসিফ নিজেই একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে পারেন সিনেমায়। তার চরিত্রে থাকবে একটি দৃশ্য, যেখানে তিনি হাত তুলে বলবেন, এইটা তো শুধু ম্যাগাজিন, আমি তো বন্দুক আনিনি!— আর সেই সংলাপ পরে হবে সিনেমার ট্রেলার ট্যাগলাইন।

সিনেমাটির জন্য প্রযোজক এখনও চূড়ান্ত হয়নি। তবে সেন্সর বোর্ডের আপত্তির আশঙ্কা নেই বলে জানিয়েছেন পরিচালক। তার ভাষায়, বাংলাদেশে এখন যেভাবে ঘটনা ঘটে, তাতে সেন্সর বোর্ডও কনফিউজড হয়ে গেছে—রিয়েল লাইফে যা ঘটে, সেটা সিনেমায় দেখানো কি সেন্সরের আওতায় পড়ে?

১১৯ পঠিত ... ১৮:৪০, জুন ৩০, ২০২৫

Top