বিশ্বশান্তির মহান দূত ডোনাল্ড ট্রাম্প এবার ঢুকে পড়েছেন ঘরের অন্দরে। দেশবৈদেশিক যুদ্ধবিরতির পাশাপাশি এখন তিনি মনযোগ দিচ্ছেন প্রেমিক-প্রেমিকা ও স্বামী-স্ত্রীর সম্পর্ক রক্ষায়। সম্প্রতি উদ্বোধন করেছেন তার সর্বশেষ উদ্যোগ–শান্তি এজেন্সি।
এজেন্সির প্রধান সেবা প্যাকেজগুলো হলো:
*কুইক আনব্লক সার্ভিস: এই অফারটি মূলত প্রেমিক-প্রেমিকাদের জন্য। ঝগড়ার কারণে করা ব্লক ছুটিয়ে ৪ ঘন্টার মধ্যে ইনবক্সে ‘Hi’ পাঠানো নিশ্চিত করা হবে এই সার্ভিসের মাধ্যমে
*রাগের ৭ ধাপ” কর্মসূচি: যেখানে ট্রাম্প নিজে আপনাকে শেখাবেন, কীভাবে ‘I'm sorry’ না বলেও ক্ষমা পাওয়া যায়।
তবে বিশেষজ্ঞদের মতে, এই এজেন্সির সবচেয়ে চাহিদাসম্পন্ন প্যাকেজ হলো ‘গিফট পাঠাও, রাগ ভাঙাও’। এখানে ট্রাম্প নিজে হাতে গোলাপ আর কিউট টেডি বিয়ার দিয়ে প্রেমিকার রাগ ভাঙাতে সাহায্য করবেন।
পাশাপাশি নিয়মিত ঝগড়া লেগেই থাকে এমন কাপলদের জন্য এই এজেন্সির পক্ষ থেকে থাকবে বিশেষ ডিসকাউন্ট। এসব কাপলদের কথা উল্লেখ করে শান্তি এজেন্সির টুইটার একাউন্ট থেকে ‘আপনার আছেন বলেই আমাদের ব্যবসায় সবুজবাত্তি থাকবে’ লেখা একটি টুইটিও করা হয়। এজেন্সির মুখপাত্র হিসেবে এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, বেশি বেশি ঝগড়া করুন, একদম ভয় পাবেন না। মনের যত তিক্ততা সব ঝেড়ে ফেলুন সঙ্গীর উপর, ঝগড়া আমরা মিটিয়ে দেবো।